Travel | Taki | Maldives : কম খরচে মলদ্বীপ ঘুরতে চান? তাহলে আসুন টাকিতে! জানুন

Last Updated:

Travel | Taki | Maldives : জলের ওপর ভাসছে হোটেল। খোলামেলা জীবন। মলদ্বীপে যাওয়ার টাকা নাই থাকতে পারে! কিন্তু টাকিতে এলেই হবে সব সমস্যার সমাধান!

+
সেজে

সেজে উঠছে টাকির মালদ্বীপ রিসোর্ট 

বসিরহাটঃ টাকির পর্যটনে নতুন সংযোজন! এবার টাকিতে পাবেন মলদ্বীপের অনুভূতি। মলদ্বীপের অনুভূতি পাবেন টাকিতে। হ্যাঁ ঠিকই শুনেছেন! মলদ্বীপে যাওয়ার কথা ভাবছেন, আবার বাজেটের কথা ভেবে পিছিয়ে আসছেন! তবে আর ভাবনা নেই মলদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য, খোলামেলা জীবন, রোম্যান্টিক অনুভূতি পাবেন এবার পর্যটনকেন্দ্র টাকিতে।
টাকির পর্যটন মানচিত্রে নতুন সৌন্দর্যের পালক উন্মোচিত হলো। মলদ্বীপে রঙিন ভাসমান কুঁড়েঘরের ছবি অনেকেই নিশ্চয়ই দেখেছেন, এরকম ঘর তৈরি করা হয়েছে জলের উপর বিশেষ ভাসমান হোটেল। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া ঐতিহাসিক পর্যটনকেন্দ্র টাকিতে বরাবরই পর্যটকদের একটা আলাদা আকর্ষণ থাকে। টাকি পর্যটন কেন্দ্রে এবার নতুন পালক জুড়লো। এদিন মলদ্বীপ রিসর্ট উদ্বোধন অনুষ্ঠান থেকে বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি বলেন, “টাকির বুকে আমাদের নতুন সংযোজন মলদ্বীপ রিসর্ট। মলদ্বীপের অনুকরণে জলের উপর ঘর তৈরি করা হয়েছে। অনেকেই মলদ্বীপে যেতে পারে না, কিন্তু এখানে এসে মলদ্বীপের স্বাদ কিছুটা অনুভব করতে পারবেন। “
advertisement
যদি কম বাজেটে দিনের মধ্যেই কলকাতা থেকে খুব কাছে কোথাও ঘুরতে যাওয়ার মন চায়, তবে অবশ্যই আপনার গন্তব্যের তালিকায় থাকা উচিত টাকি পর্যটন কেন্দ্রের। তবে চাইলেও আপনি কয়েকদিনের জন্য সময় কাটাতেও পারেন। ভারত- বাংলাদেশ সীমান্ত বরারবর ইছামতী নদীর তীরে গড়ে উঠেছে ছোট বড়ো অনেকগুলি হোটেল। হোটেল ভাড়া শুরু ৭০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত।
advertisement
advertisement
ট্রেনে শিয়ালদাহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে প্রায় ২ ঘণ্টা সময়ের ব্যবধানে পৌঁছে যাবেন টাকি স্টেশন। সেখান থেকে টোটোতে পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন ইছামতী নদীর তীরে ছোট্ট শহর টাকি। প্রথমেই আপনার চোখে পড়বে ইছামতী নদীর ওপারের কিনারায় বাংলাদেশের দৃশ্যপট। পরপর টাকি পূর্বেরবাড়ি, রাজবাড়ি, ম্যানগ্রোভ অরণ্যাবৃত মিনি সুন্দরবন, আবার ইছামতী নদী বক্ষে বাংলাদেশের সাতক্ষীরা জেলার গা ঘেঁষে যেতে পারেন ইছামতী কালিন্দী ও বিদ্যাধরী তিন নদীর মোহনা, রয়েছে ৪০০ বছরের পুরনো জমিদার বাড়ি।
advertisement
এর পাশাপাশি টাকি পর্যটন কেন্দ্রের নতুন পালক জুড়ল মলদ্বীপ রিসোর্ট এন্ড হোটেল। এখানে জলের পাশে একটি খোলা রিসর্টে থাকার সময় মলদ্বীপের অনুভূতি নিতে পারেন। শুধু তাই নয়, এই মিনি মলদ্বীপের ব্যাকওয়াটারের সুন্দর দৃশ্য আপনাকে মন্ত্রমুগ্ধ করবে। মন চাইলে আপনি ছিপ দিয়ে মাছও ধরতে পারবেন। সব মিলিয়ে টাকি পর্যটন কেন্দ্র রাজ্য তথা দেশে অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে চলেছে।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Travel | Taki | Maldives : কম খরচে মলদ্বীপ ঘুরতে চান? তাহলে আসুন টাকিতে! জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement