হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ছেলেরা যা পারেনি করে দেখাল মেয়েরা, ইস্টবেঙ্গল মেয়েদের নিয়ে জোর উচ্ছ্বাস

North 24 Parganas News: ছেলেরা যা পারেনি করে দেখাল মেয়েরা, ইস্টবেঙ্গল মেয়েদের নিয়ে জোর উচ্ছ্বাস

X
উচ্ছ্বসিত [object Object]

ছেলেরা যা পারেনি করে দেখালো মেয়েরা, কন্যাশ্রী কাপ জয় করে ফিরল মহিলা ফুটবল দল

  • Local18
  • Last Updated :
  • Share this:

#উত্তর ২৪ পরগনা: ইস্টবেঙ্গলের হয়ে কন্যাশ্রী কাপ জয়, আর তারপরই রাতেই দত্তপুকুর লোকালে ফিরলেন তিন কন্যা। স্টেশনেই কন্যাশ্রী কাপ জয়ী ওই তিন মহিলা ফুটবলারদের সঙ্গে নিয়ে উচ্ছ্বাসে ভাসলেন ইস্টবেঙ্গল সমর্থকরা।

জানা গিয়েছে, একদিকে যখন অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে মেতেছে মহিলা ব্রিগেড, তখন ইস্টবেঙ্গলের হয়ে কন্যাশ্রী কাপে জয় লাভের পিছনে থাকা তিন কন্যাকে সংবর্ধনার মধ্যে দিয়ে ভাসলো ইস্টবেঙ্গল সমর্থকরা। এদিন রাতেই তারা দত্তপুকুর স্টেশনে নামার পর উন্মাদনা লক্ষ্য করা যায় ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। দত্তপুকুর স্টেশনেই তাদের বরণ করে নেওয়া হয়। ছেলেরা যা পারেনি, তা আজ মেয়েরা করে দেখালো বলেই মনে করছেন সমর্থকরা।

আরও পড়ুন -  KYC and PAN Card: কেওয়াইসি-র ক্ষেত্রে প্যানকার্ডেই কাজ হবে, বাজেট পেশে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

এদিন মহিলা ফুটবলারদের হাতে ফুল এবং মালা পরিয়ে জয়ধ্বনি দিতেও দেখা যায় উচ্চশিত সমর্থকদের। শিবানী, তৃষা ও সাথী, যাদের মধ্যে শিবানী ঝারখন্ডের বাসিন্দা। তৃষার বাড়ি দত্তপুকুরেই বলে জানা গিয়েছে। এদিন ওই তিন মহিলা ফুটবলারই তাদের এই সাফল্য পরিবারের পাশাপাশি কোচ সহ সকল সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের উৎসর্গ করেন। কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন হওয়ায় আইলিগ খেলার সুযোগ আসতে চলেছে তাদের কাছে এমনটাই মনে করা হচ্ছে সমর্থকদের তরফ থেকে।

আরও পড়ুন -  Union Budget 2023-2024: বাজেটে ৭ বিষয়ের ওপর জোর, নজরে কমবয়সীদের কর্ম সংস্থান

তাই আগামী দিনের লড়াইটা আরও শক্ত হবে বলেই মনে করছেন এই মহিলা ফুটবলাররা। তারা জানান, আইলিগে সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকে সকল খেলোয়াড়রাই। তাই এই স্বপ্ন কে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তিন কন্যার মরিয়া চেষ্টা থাকবে। সব মিলিয়ে মহিলারাও যে ক্রীড়া ক্ষেত্রে অনেকটাই অগ্রসর হয়েছে তেমনটাই মনে করছেন ক্রীড়াপ্রেমী মহল।

Rudra Narayan Roy

Published by:Debalina Datta
First published:

Tags: Football, Kanyashree