North 24 Parganas: দুই সপ্তাহ বিদ্যুৎহীন এলাকা! বিদ্যুতের দাবিতে পথে নামল গ্রামবাসী
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
সাধারণ বৈদ্যুতিক তার কেটে কেবেল তার লাগাতে যায় বিদ্যুৎ দফতরের কর্মীরা। তারপরেই ঘটে বিভ্রাট। এর জেরে প্রায় দুই সপ্তাহ ধরে বিদ্যুৎ হীন অবস্থায় দিন কাটাচ্ছেন মিনাখাঁ বাসিন্দা।
বসিরহাট: দুই সপ্তাহ এলাকায় বিদ্যুৎ নেই, বিদ্যুতের দাবিতে পথে নামল গ্রামবাসী। এলাকায় উন্নত বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য গত কয়েকদিন আগে সাধারণ বৈদ্যুতিক তার কেটে কেবেল তার লাগাতে যায় বিদ্যুৎ দফতরের কর্মীরা। তারপরেই ঘটে বিভ্রাট। আর সেই বিভ্রাটের জেরে এখনও সংশোধন হল না সমস্যার। যার জন্য প্রায় দুই সপ্তাহ ধরে বিদ্যুৎ হীন অবস্থায় দিন কাটাচ্ছেন এলাকার প্রায় কয়েক হাজার সাধারণ মানুষ।ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁর বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গড় আবাদ এলাকার ঘটনা।
সুত্রে জানা যায়, উন্নত বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য গত কয়েক দিন আগে সাধারণ বৈদ্যুতিক তার কেটে কেবল তার লাগাতে যায় বিদ্যুৎ দফতরের কর্মীরা। ইলেকট্রিক পোস্ট থেকে সাধারণ বৈদ্যুতিক তার কেটে কেবল তার যখনই লাগাতে যায় তখনই ওই এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য আলাউদ্দিন ঘরামি তার ফকির ঘরামিসহ বেশ কয়েকজন ওই বৈদ্যুতিক পোস্টে কেবল তার লাগাতে বাধা দেয় বলে অভিযোগ। তারা দাবি করে, তাদের জমির উপর দিয়ে বিদ্যুৎ দফতর জোর করে বৈদ্যুতিক খুঁটি বসিয়ে বিদ্যুৎ পরিষেবা চালু করেছে।
advertisement
advertisement
সেজন্য তারা ওই বৈদ্যুতিক খুঁটি দিয়ে কেবল তার লাগাতে দেবে না। এরপর থেকে ওই এলাকায় বেশ কয়েকদিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। বিদ্যুৎ না থাকার ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে ওই এলাকার কুড়িটি পরিবারের শতাধিক মানুষ। বিদ্যুৎ বিভ্রাটের জেরে একদিকে যেমন রাতের বেলা সাপ কিংবা পোকামাকড়ের আতঙ্কে দিন কাটছে ঠিক তেমনিভাবে রাতে পড়াশুনো সমস্যায় ছাত্র-ছাত্রীরাও। বিদ্যুৎহীন অবস্থায় রীতিমতো চরম আতঙ্কে আছেন ওই পরিবারগুলি। যথাশীঘ্র সমস্যার সমাধান হয়ে পরিবারগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হোক এটাই চাইছেন এলাকাবাসী।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
জুলফিকার মোল্যা
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2024 4:45 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: দুই সপ্তাহ বিদ্যুৎহীন এলাকা! বিদ্যুতের দাবিতে পথে নামল গ্রামবাসী