Teddy Day 2025: আসছে টেডি ডে, বাজারে চাইনিজ পুতুলের চাহিদা তুঙ্গে, মিলছে না দক্ষ কারিগর

Last Updated:

Teddy Day 2025: টেডি ডে-র আগে বাজারে চাহিদা তুঙ্গে, চাইনিজ এই টেডি পুতুল তৈরিতে মিলছে না দক্ষ কারিগর

+
চাইনিজ

চাইনিজ টেডি ডল

রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: প্রেমের সপ্তাহে আসন্ন টেডি ডে-তে চাহিদা বাড়ছে নতুন চাইনিজ পুতুলের। পুরনো দীর্ঘাকৃতির লোমশ টেডি গুলোর বিক্রি কমেছে, বলছেন বিক্রেতারা। প্রতি বছরের মতো এ বারও আগামী ১০ ফেব্রুয়ারি পালিত হবে টেডি ডে। তার আগে কারখানাগুলিতে এখন চূড়ান্ত ব্যস্ততা। বাজারেও ব্যাপক চাহিদা রয়েছে এই ধরনের টেডির। তবে পুরনো লোমশ টেডির বদলে জনপ্রিয়তা পাচ্ছে নতুন ধরনের চাইনিজ টেডি পুতুল, যা আকৃতিতে ছোট এবং দামেও অনেকটাই সাশ্রয়ী। ফলে ভালবাসার মানুষকে এখন এই ধরনের টেডি পুতুল দেওয়াই বেশি পছন্দ করছেন ক্রেতারা।
চাইনিজ টেডিগুলোর দাম ১১০ টাকা থেকে আড়াইশো-তিনশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। পাইকারি বাজারে কিনে বিক্রির ক্ষেত্রেও বেশ লাভ থাকছে বিক্রেতাদের। এর আকার সাধারণত তিন থেকে সাড়ে তিন ফুট হয়। অন্যদিকে, পুরনো লোমশ দীর্ঘাকৃতির টেডি বেয়ারের দাম ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত থাকায়, তার বিক্রি অনেক আংশেই কমে গিয়েছে বলে জানাচ্ছেন বিক্রেতারা। তবে, ব্যাপক চাহিদা থাকলেও চাইনিজ টেডি বেয়ার তৈরির জন্য মিলছে না দক্ষ কারিগর। ফলে, চাহিদা থাকলেও, এই ধরনের টেডি পুতুলের যোগান দিতে সমস্যায় পড়তে হচ্ছে মালিকদের।
advertisement
আরও পড়ুন : প্রেমের সপ্তাহে বিয়ের আসর থেকেই শ্রীঘরে! ভালবাসার টানে ভারতে এসে গ্রেফতার বাংলাদেশি যুবক
বিশেষভাবে সেলাই করে, ভেতরে তুলো গুঁজে রূপ দেওয়া হয় এই টেডি বেয়ারগুলির। যা নোংরা হলে অতি সহজেই পরিষ্কার করে নেওয়া যায়। এদিন হাবরা-সহ জেলা সদর শহর বারাসতের বিভিন্ন দোকানগুলিতে দেখা গেল হরেক রকমের টেডি বিক্রি হতে। এক দোকানের মালিক সোহম সাধুখাঁ জানান, ‘‘হরেক রকমের টেডি বেয়ার মজুত রাখা হয়েছে দোকানে। তবে এবার যেন টেডি ডে-র বাজার দখলে চাইনিজ নতুন ধরনের এই টেডি পুতুল অনেকটাই এগিয়ে, তা বলাই যায়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Teddy Day 2025: আসছে টেডি ডে, বাজারে চাইনিজ পুতুলের চাহিদা তুঙ্গে, মিলছে না দক্ষ কারিগর
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement