North 24 Parganas News | Saltlake: আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল বিয়ের বেনারসী থেকে শুরু করে সবকিছু, শেষে পাশে দাঁড়ালেন মন্ত্রী
- Published by:Satabdi Adhikary
- hyperlocal
- Reported by:ANUP CHAKRABORTY
Last Updated:
আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল বিয়ের বেনারসি থেকে শুরু করে সবকিছু, শেষে পাশে দাঁড়ালেন মন্ত্রী
বিধাননগর: বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল বিধাননগরের ফাল্গুনী বাজার সংলগ্ন এলাকার একটি বস্তি। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছিল বস্তিতে থাকা একটি মেয়ের বিয়ের যাবতীয় সব সামগ্রী। বিয়ের বাকি ছিল মাত্র আর কয়েকটা দিন। এর মধ্যে এত খরচ, আবার? কী করে সম্ভব? চিন্তায় দিশেহারা হয়ে গিয়েছিল আদিবাসী সম্প্রদায়ের ওই মেয়েটির পরিবার। এমন সময় হল মুশকিল আসান৷ পাশে দাঁড়ালেন স্থানীয় তৃণমূল বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বোস ও স্থানীয় কাউন্সিলর।
কথা রেখেছেন সুজিত বোস। মেয়েটির বিয়ে ছিল গত বুধবার। সেই মতো মেয়েটির বিয়ের দায়িত্বও নেন তিনি। আর বুধবার নিজে দাঁড়িয়ে থেকে সেই মেয়েটির বিয়ে দিলেন জাঁকজমক করে। প্রায় ৩০০ লোকের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয় এদিন। দত্তাবাদের সবুজ সঙ্ঘ ক্লাবে এই বিয়ের আসর বসে। নব বর-বধূ দুজনকে আশীর্বাদ করেন সুজিত বসু৷ সবসময় তাঁদের পাশে থাকার আশ্বাসও দেন।
advertisement
আরও পড়ুন: অভিষেকের বাড়ির সামনে দিয়ে যাবে ডিএ-র মিছিল? বড় রায় দিলেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা
গত ২৩ এপ্রিল বিধাননগরে ফাল্গুনী বাজার সংলগ্ন একটি বস্তিতে আগুন লাগে। বস্তির প্রায় সবকটি বাড়িই ওই আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল। ওই বস্তিরই বাসিন্দা ছিলেন সুতৃষ্ণা গাড়ুই। ৩ মে ছিল তার বিবাহ অনুষ্ঠান। সেইমতো নিজেদের সাধ্য অনুযায়ী বিয়ের কেনাকাটাও করেছিল সুতৃষ্ণার পরিবার।
advertisement
advertisement
কিন্তু, গত ২৩ এপ্রিলের বিধ্বংসী আগুন গ্রাস করে নেয় সবকিছু। আগুন লাগার সময় ঘটনাস্থলে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক এবং রাজ্যের অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা মন্ত্রী সুজিত বসু। আগুনে সর্বহারাদের প্রাথমিকভাবে ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্ত এবং ওয়ার্ড সভাপতি নির্মল দত্তের সহযোগিতায় পার্শ্ববর্তী একটি ক্লাবের ঘরে থাকার ব্যবস্থাও করা হয়েছিল। মন্ত্রী সুজিত বসু এবং নির্মল দত্তের তত্ত্বাবধানে নিয়মিত খাবার ব্যবস্থাও করা হয় সেখানে। এর পাশাপাশি আদিবাসী পরিবারের মেয়ে সুতৃষ্ণার বিবাহের সবকিছু জোগাড়ের করা হয় বিধায়ক সুজিত বোস এবং নির্মল দত্তের চেষ্টায়।
advertisement
আরও পড়ুন: আপাতত স্বস্তি অমর্ত্য সেনের! জমিজট নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
মঙ্গলবার সন্ধ্যায় নির্দিষ্ট দিনেই সুতৃষ্ণা বিবাহবন্ধনে আবদ্ধ হয় হিঙ্গলগঞ্জের বাসিন্দা কৌশিক মণ্ডলের সাথে। বিয়ের শুরুতেই উপস্থিত ছিলেন সুজিত বোস। নব দম্পতিকে আশীর্বাদ করেন মন্ত্রী সুজিত বসু নিজে।
অনুপ চক্রবর্তী
Location :
West Bengal
First Published :
May 04, 2023 4:33 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News | Saltlake: আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল বিয়ের বেনারসী থেকে শুরু করে সবকিছু, শেষে পাশে দাঁড়ালেন মন্ত্রী