North 24 Parganas News: উচ্চ মাধ্যমিকে অষ্টম দত্তপুকুরের শ্রীতমা, আগামীতে কী নিয়ে পড়াশোনার ইচ্ছা রয়েছে, জেনে নিন

Last Updated:

North 24 Parganas News: রাজ্যে উচ্চমাধ্যমিকে অষ্টমস্থান দখল করল উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুরের নিবাধুই বালিকা বিদ্যালয়ের ছাত্রী শ্রীতমা মিস্ত্রি।

+
কৃতি

কৃতি ছাত্রী

উত্তর ২৪ পরগনা: রাজ্যে উচ্চমাধ্যমিকে অষ্টমস্থান দখল করল উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুরের নিবাধুই বালিকা বিদ্যালয়ের ছাত্রী শ্রীতমা মিস্ত্রি। তার মোট নম্বর ৪৮৯। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যখন ফল ঘোষণা করা হয় তখন টিভিতেই প্রথম তার নাম শুনে রীতিমতো আনন্দে আত্মহারা হয়ে ওঠে শ্রীতমা বলেই জানান। জড়িয়ে ধরেন মাকে। মেয়ের এই সাফল্যে খুশি গোটা পরিবার।
শ্রীতমার আশা ছিল মেধা তালিকায় জায়গা করে নেবে সে। তবে নিশ্চিত ছিল না। শ্রীতমা জানায়, মাধ্যমিক পরীক্ষা করোনার প্রভাবে লকডাউনের জন্য সেইভাবে পরীক্ষা হয়নি। তাই সেই অনুভূতিটা মিস করেছে সে। তাই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে ভালো ফল করায় আনন্দটা যেন একটু অন্যরকমই। সব বিষয়ে ৯৫ থেকে ৯৭ মত নম্বর পেয়েছে নিবাধুই বালিকা বিদ্যালয়ের এই কৃতি ছাত্রী শ্রীতমা। আপাতত গ্রাজুয়েশন শেষ করাই প্রথম টার্গেট। তারপর সিভিল সার্ভিস নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে শ্রীতমার। পড়াশোনা বাইরে শ্রীতমা গল্পের বই পড়তে এবং গান শুনতে ভালো বাসেন।উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর এ এই সাফল্যের অধিকারী হলেও, তার জন্য যে খুব একটা চাপ নিয়েছে তেমনটা কিন্তু নয় বলেই জানাল শ্রীতমা। চাপ নিতে তিনি পছন্দ করেন না বলেও জানায় সংবাদ মাধ্যমকে।
advertisement
advertisement
মেয়ের এই রেজাল্টে খুবই খুশি বাবা মা। মেয়ে আগামী দিনে যে দিকে যেতে চায় বাবা মা র তরফ থেকে পূর্ণ সমর্থন থাকবে বলেও জানান তারা। বাবা পেশায় শিক্ষক রমেশ মিস্ত্রি ও মা গৃহবধূ অপর্ণা মিস্ত্রি। দত্তপুকুর সুভাষপল্লী এলাকার বাসিন্দা কৃতি ছাত্রী শ্রীতমা মিস্ত্রি। উচ্চমাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থান অর্জন করায় স্কুল ও পরিবার সহ খুশি বিস্তীর্ণ দত্তপুকুর এলাকার বাসিন্দারাও। রীতিমতো তাকে দেখতে বাড়িতে আসছেন অনেকেই।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: উচ্চ মাধ্যমিকে অষ্টম দত্তপুকুরের শ্রীতমা, আগামীতে কী নিয়ে পড়াশোনার ইচ্ছা রয়েছে, জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement