North 24 Parganas News: মাধ্যমিকে তৃতীয় স্থানে দেগঙ্গার সৌম্যদীপ! প্রাপ্ত নম্বর ৬৯০
- Reported by:RUDRA NARAYAN ROY
- hyperlocal
Last Updated:
রাজ্যের মধ্যে তৃতীয় জেলার কৃতি ছাত্র সৌম্যদীপ
উত্তর ২৪ পরগনা: মাধ্যমিকে ভাল ফল করবে সেই আশা ছিল বরাবরই। কিন্তু মেধাতালিকায় তৃতীয় স্থানে নাম থাকবে সেই আশা কখনই করেনি দেগঙ্গা ব্লকের হাদিপুরের সৌমদিপ মল্লিক। তার মোট প্রাপ্ত নম্বর ৬৯০।
আগামী দিনে একজন সুপ্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার হয়ে চায় সৌমদীপ। ইঞ্জিনিয়ারিং পাস করে নিজের দেশকে পাশ্চাত্যের দেশের সমতুল্য গড়ে তোলার লক্ষ্যে অনড় বেড়াচাঁপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়ের এই কৃতি ছাত্র।
advertisement
সৌমদিপের বাবা পেশায় একজন শিক্ষক। ছোট থেকেই টেকনোলজির প্রতি তার বিশেষ আগ্রহ। টেকনোলজিকে হাতিয়ার করেই আগামী দিনের এগিয়ে যাওয়ার লক্ষ রয়েছে তার। পাশ্চাত্য দেশের থেকে টেকনোলজিতে অনেকটাই পিছিয়ে আছে ভারত, সেই কারণে তার ইচ্ছে টেকনোলজিকে ইমপ্রুভ করা। তাই সাইন্স নিয়ে ভবিষ্যতের পড়াশোনার পরিকল্পনা রয়েছে তার।
advertisement
পরিবার সূত্রে খবর, এর আগে সৌম্যদিপ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে রাজ্যে চতুর্থ স্থান অর্জন করেছিল। সেই থেকে সকলের একটা প্রত্যাশা ছিল মাধ্যমিকে ভাল রেজাল্ট করবে সে। সৌমদ্বিপ জানায়, “আমার প্রত্যাশা ছিল মাধ্যমিকে আমি আমার সেরাটা দেব। সেই মতন মাধ্যমিক পরীক্ষায় বসা আশা ছিল এক থেকে দশের মধ্যে হব, তবে তৃতীয় হব আশা করিনি। এই রেজাল্ট হয় খুবই ভালো লাগছে। সকলের মুখে হাসি দেখতে পাচ্ছি।এত ভালো রেজাল্ট করে খুবই ভাল লাগছে। “
advertisement
রুদ্র নারায়ণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 7:13 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মাধ্যমিকে তৃতীয় স্থানে দেগঙ্গার সৌম্যদীপ! প্রাপ্ত নম্বর ৬৯০