South 24 Pargana News : টিউশন ছাড়াই মাধ্যমিকে নবম কাকদ্বীপের অভীক আদক
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
টিউশন ছাড়াই মাধ্যমিকে নবম কাকদ্বীপের অভীক আদক। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৬৮৪
কাকদ্বীপ: টিউশন ছাড়াই মাধ্যমিকে নবম কাকদ্বীপের অভীক আদক। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৬৮৪। খুশি আর ধরে না অভীক ও তার পরিবারের।
কাকদ্বীপের প্রত্যন্ত এলাকা বামানগর থেকে এমন সাফল্য আসবে তা ভাবতে পারেনি এলাকার বাসিন্দারাও। অভীকের বাবা অমল কুমার আদক সেনাবাহিনীতে কর্মরত। অভীকও ভবিষ্যতে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়।
ভবিষ্যতে অভীক আইআইটিতে পড়াশোনা করে দেশের জন্য নিত্যনিতুন প্রযুক্তির কারিগর হতে চায়। অভীকের আরও একটি গুণ হল, সে সকলের সঙ্গে মিশতে ভালোবাসে। এই অভাবনীয় ফলের পর, সে প্রথম দেখা করে বন্ধুদের সঙ্গে, তাদের সঙ্গে অনেকটা সময় কাটায়।
advertisement
advertisement
অভীকের সঙ্গে দেখা করতে আসেন কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা। তিনি অভীকের এই সাফল্যে খুবই খুশি। মিষ্টি এবং ফুলের তোড়া দিয়ে অভীককে বরণ করেন। অভীকের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আশীর্বাদ করেন।
বামানগর সুবলা হাইস্কুলের প্রধান বলদেব বেরা জানিয়েছেন, অভীক বরাবরই পড়াশোনায় খুবই ভাল। তবে স্কুলের এই সাফল্য আসবে তা তিনি ভাবতেও পারেননি। অভীক বাইরে টিউশনি পড়তে যেত না। স্কুলেই শিক্ষকদের স্পেশাল কোচিং ক্লাস করত। ‘তাতেই এই সাফল্য’ বলে মনে করেন তিনি।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 6:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Pargana News : টিউশন ছাড়াই মাধ্যমিকে নবম কাকদ্বীপের অভীক আদক