Bangla News | Sholay Kitchen: শোলে কিচেন! গব্বর থালি দেখলে ভয় পাবেন! আছে ঠাকুর থেকে বাসন্তি থালি! এক্কেবারে সিনেমা

Last Updated:

Bangla News | Sholay Kitchen: এবার আর শুধু 'শোলে' কেন দেখবেন? বরং গপগপ করে খেয়ে ফেলুন গব্বর, বাসন্তি, ঠাকুরদের! থালির ডালি সাজিয়েছে শোলে কিচেন! কোথায় জানুন

+
title=

#উত্তর ২৪ পরগনা: ৭০এর দশকের বলিউডের হিট ছবি  "শোলে" আর সেই শোলে ছবির নামে মধ্যমগ্রাম ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে তৈরি হওয়া শোলে কিচেন। ভোজনরসিক বাঙালির মন ছুয়ে ফেললো। রেস্টুরেন্ট বা ধাবা যাই বলুন কেন, কিন্তু শোলে নাম টা কেন? এই প্রশ্ন সবার মধ্যেই আসবে। এই বিষয়ে শোলে কিচেনের ম্যানেজার অভিজিৎ চক্রবর্তী জানান, 'এই প্রতিষ্ঠানের কর্ণধার সুকান্ত মিস্ত্রি। তার চিন্তাভাবনা থেকেই এই থিম। শোলে ছবিটি তাকে প্রভাবিত করেছিলো। তাই তার এই প্রতিষ্ঠান শোলে কিচেন নামেই তৈরি করেন।' যেমন নাম শোলে, তেমনই খাবারের আইটেম অর্থাৎ প্রতিটি থালির সাথে শোলে ছবি চরিত্র জড়িয়ে আছে।
ঠাকুর থালি থেকে বচ্চন থালি, ধর্মেন্দ্র থালি, বাসন্তী থালি, গব্বর থালি সহ একাধিক থালি এখানে পাওয়া যাবে। তবে সব থেকে দাম বেশি গব্বর থালির। কারণ শোলে ছবিতে গব্বর এর চরিত্র সবার মনে দাগ কেটেছিলো। পাশাপাশি চরিত্রটাকে মানুষ ভয়ও পেতো। তাই শোলে কিচেনে গব্বর থালিতে এত ধরণের খাবার যা দেখে ভয়ই লাগবে। অন্তত দেখে একবার বলতেই হবে এত খাবার খেতে পারবো তো? ১০৯ টাকা থেকে শুরু ভেজ থালি। যেখানে থাকছে ভাত, ডাল, ভাজা, তিন রখমের স্পেশাল সবজি, চাটনি, পাপড় এবং পায়েস। এরপর, চিকেন, মটন, নানান রখমের মাছ এর থালিতো আছেই। তবে গব্বর থালির দাম সবথেকে বেশি। গব্বর থালি পরবে ৭৯০ টাকা। ১০০ শতাংশ বাঙালিয়ানা এই শোলে কিচেনে। খাবার পরিবেশন একেবারে কাঁসার থালা, বাটি, গ্লাসে, লাইভ কিচেনের ব্যবস্থা আছে ইন্ডিয়ান, চাইনিজ এবং বাঙালি খাবারের। অর্থাৎ যারা খেতে আসবে তারা এসে অর্ডার করার পর সব বানিয়ে দেওয়া হবে।
advertisement
গেট থেকে প্রবেশ করার পর থেকেই চারিদিকে শোলের কাটআউট, যত ভিতরে যাওয়া যাবে দেখা যাবে শোলে ছবি বিভিন্ন মুহূর্ত দেওয়ালে খোদাই করে রাখা হয়েছে। পরিবেশ এক কথায় অসাধারণ। একই সাথে এই প্রতিষ্ঠানের কর্মীদের আত্মীয়তার প্রশংসা সবার মুখে মুখে। দুপুর ১২ থেকে বিকেল ৪ টে পর্যন্ত পাওয়া যাবে যাবতীয় বাঙালি থালি। তবে লাঞ্চ টাইম শুরু হয় সাড়ে বারোটা থেকে। বিকেলে পেয়ে যাবেন ইন্ডিয়ান, চাইনিজ নানান খাবার। হোম ডেলিভারির ব্যবস্থা আছে একই খরচে।
advertisement
advertisement
পাশাপাশি কেউ কোন অনুষ্ঠানে বুক করলে তাকে শুধুমাত্র মাথাপিছু প্লেটের খরচটুকু দিতে হবে এর বাইরে আর কোব খরচ নেই। যে সব মানুষ এই শোলে কিচেনে একবার খেয়ে গেছে তারা বারবার আসে এখানে খেত। যেমন ঘরোয়া স্বাদ, খরচও খুব কম। বাড়িতে এত আইটেম রান্না করে খেতে খরচ এর দ্বিগুণ চলে যায় বলেই জানালেন একজন ভোজন রসিক গ্রাহক। তাই বাড়ির রান্না ঘরে তালা দিয়ে, একদিন খাওয়াই যায় এই ভেবে মধ্যমগ্রামের আসপাশের ভোজনরসিক বাঙালির আনাগোনা প্রতিদিনই। আগে থেকে বুক করে এলে সময় কম লাগবে। না হলে হয়তো আপনাকে কিছু সময় অপেক্ষা করতে টেবিলে বসার সিরিয়াল পেতে। সবমিলিয়ে মধ্যমগ্রামের শোলে কিচেন সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন সকলের পছন্দের এবং পরিচিত নাম।
advertisement
রুদ্র নারায়ন রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Bangla News | Sholay Kitchen: শোলে কিচেন! গব্বর থালি দেখলে ভয় পাবেন! আছে ঠাকুর থেকে বাসন্তি থালি! এক্কেবারে সিনেমা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement