তবে বিদিশার মৃত্যুতেই শেষ নয়। মঞ্জুষা নিয়োগির আত্মহত্যার খবর একেবারেই অভাবনীয় ছিল। কাজের ক্ষেত্রে সমস্যা ছিল। উচ্চাকাঙ্খাই কি মৃত্যুর, অবসাদের কারণ হচ্ছে বার বার? তবে এবার নড়ে চড়ে বসেছে আর্টিস্ট ফোরাম। কমিটির কাছে একটি হেল্প লাইন খোলার আবেদন রাখতে চলেছেন ভরত কল-সহ অনেকেই। সেখানে পাওয়া যাবে মনোবিদদের পরামর্শ। ফোরামের পরবর্তী বৈঠকেই নেওয়া হবে সিদ্ধান্ত!