Rose for love: একদিন নয়, রোজ ভালবাসুন! শুধু ফুল নয়, প্রিয়কে দিন টবে গোলাপ গাছ, রমরমিয়ে হিট

Last Updated:

ভ্যালেন্টাইন্স ডে তে শুধু ফুল নয়, অনেকেই প্রিয়তমাকে দিলেন টব সহ গোলাপ উপহার। নিউটাউন লাগোয়া রাজারহাটের নার্সারিতে দেদার বিক্রি হল ফু গাছ।

টব সহ গোলাপ গাছ
টব সহ গোলাপ গাছ
উত্তর ২৪ পরগনা: ভ্যালেন্টাইন ডে তে এবার ধরা পড়ল অন্য ছবি, প্রেম নিবেদনের দিন প্রিয় মানুষকে ফুল দিয়ে প্রেম নিবেদনের বদলে এবার দেখা গেল গোলাপ সহ আস্ত টব উপহার দিতে। ফুল দিয়ে প্রেম নিবেদনের জন্য দরকার হয় গোলাপের। তাই এই দিনটিতে চাহিদা বাড়ে বাহারি গোলাপ ফুলের।
লাল, গোলাপী, হলুদ, সাদা তো রয়েছেই পাশাপাশি গোলাপ মিলছে গেরুয়া, সবুজ ও নীল রঙেরও। তবে ফুলের পাশাপাশি গোটা গাছের চাহিদাও ছিল বেশ ভালই বলে জানাচ্ছেন বিভিন্ন নার্সারির মালিকেরা।অনেকেই চাইলেন টব সমেত প্রিয়তমা কে গোলাপ ফুল উপহার দিতে। যাতে সারাবছর ভালবাসার ফুল পায় প্রেয়সী।
advertisement
advertisement
ভ্যালেন্টাইন্স ডের সকাল থেকেই রাজারহাটের বাগিচা গুলিতে গিয়ে দেখা গেল ৫০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে গোলাপ চারা। টব সমেত নিলে আরেকটু বেশি দাম পড়ছে। গোলাপের পাশাপাশি বিক্রি হচ্ছে জিনিয়া, পিটুনিয়া, চন্দমল্লিকা, গাঁদা, ডালিয়া, কসমস, অস্টর, গাদা সহ প্রভৃতি ফুল। নিউটাউন লাগোয়া রাজারহাটের শিখরপুর, বাগু, নয়াবাদ, আড়বেলিয়া, ঝালিগাছি, কাশীনাথপুর, বাজেতরফ এই সাতটি গ্রামকে একত্রে বলা হয় সপ্তগ্রাম। এই সপ্তগ্রাম আজ রাজ্যের মধ্যে অন্যতম বৃহৎ নার্সারী হাব বলে পরিচিত। এখানকার নার্সারী মালিকদের দাবি, দক্ষিণ চব্বিশ পরগণার মুচিসা বাজার একসময় নার্সারীর জন্য প্রসিদ্ধ থাকলেও, গত দু দশক ধরে সেই তকমা ছিনিয়ে নিজেদের মুকুট করেছে রাজারহাটের সপ্তগ্রাম।
advertisement
এখানাকার গোলাপ, রজনীগন্ধা, মেক্সিক্যান গ্রাস ভারত ছাড়িয়ে বিদেশেও র করা হচ্ছে। ভোজেরহাট রোডের ওপর প্রায় পনের বিঘা জমিতে একের পর এক নার্সারি। গত কয়েকদিন ধরে পাইকারি ক্রেতাদের পাশাপাশি দেখা মিলছে বহু নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও ভিড় জমাচ্ছেন গোলাপের চারা কেনার জন্য। ওই এলাকার এক নার্সারি ব্যবসায়ী বিপিন মুখার্জি জানালেন, সারাবছর গাছের চাহিদা থাকলেও, প্রেম দিবসের দিনে বারে গোলাপের চাহিদা। তবে এ বছর গোলাপ ফুলের পাশাপাশি যথেষ্ট চাহিদা রয়েছে টব সমেত গোটা গোলাপের চারা গাছের।
advertisement
মধ্যমগ্রামের এক প্রেমিক যুগলকে দেখা গেল এদিন চারা গাছ কিনতে। তারা জানালেন, শুধু গোলাপ ফুল দিলে কিছুদিন থাকার পর এই নষ্ট হয়ে যাবে সুন্দর ফুলটি। তবে গাছ সমেত থাকলে একটি নয়, এরকম অনেক ফুলই মিলবে। আর সেই কারণেই গোটা গোলাপ গাছ কেনা।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Rose for love: একদিন নয়, রোজ ভালবাসুন! শুধু ফুল নয়, প্রিয়কে দিন টবে গোলাপ গাছ, রমরমিয়ে হিট
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement