হোম /খবর /দক্ষিণবঙ্গ /
দিনে মাত্র ৩-৪ ঘণ্টা বিদ্যুৎ থাকছে! গরমে ভাঙলো ধৈর্যের বাঁধ, তারপর যা হল...

North 24 Pargana News: বিদ্যুতের দাবিতে জলের পাইপ ফেলে রাস্তা অবরোধ

গত ১৫ দিন ধরে সারা দিনে মাত্র তিন থেকে চার ঘণ্টা বিদ্যুৎ থাকছে। ফলে প্রচন্ড গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।

  • Share this:

উত্তর ২৪ পরগনা: বিদ্যুতের দাবিতে হাবড়া-নৈহাটি রোডে জলের মোটা পাইপ ফেলে রাস্তা অবরোধ। ১৫ দিনের উপর হয়ে গেল বিদ্যুতের সমস্যায় ভুগছে অশোকনগরের হিজলিয়ার মানুষজন। পথ অবরোধকারীদের অভিযোগ, ঝড়-বৃষ্টি না হলেও দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ থাকছে না এলাকায়। এমনকি এই তীব্র গরমের সময়‌ও দুপুরে মাঝেমধ্যে বিদ্যুৎ চলে যাচ্ছে। এই নিয়ে বারবার বিদ্যুৎ অফিসে জানানো হলেও কোন‌ও সুরাহা হয়নি।

আরও পড়ুন: নতুন পাঞ্জাবি পরে জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাবেন বলে বের হন, শেষ পর্যন্ত ঠাঁই হল হাসপাতালে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৫ দিন ধরে সারা দিনে মাত্র তিন থেকে চার ঘণ্টা বিদ্যুৎ থাকছে। ফলে প্রচন্ড গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এদিকে বিদ্যুৎ না থাকায় এই এলাকায় যারা সেলাইয়ের কাজ করেন তারা মহা সমস্যায় পড়েছেন। কারণ বিদ্যুতের অভাবে মেশিন চলছে না। একদিকে গরমে কষ্ট অন্যদিকে রুজিতে টান পড়ায় ক্ষুব্ধ এলাকাবাসী বৃহস্পতিবার পথ অবরোধ করে।

অবরোধকারীদের আরও অভিযোগ, তাঁরা সময়মতো বিদ্যুতের বিল দিয়ে দেন। কিন্তু একদিনও দেরি হলে মোটা অঙ্কের ফাইন করে বিদ্যুৎ পর্ষদ। অথচ তাঁরা ঠিক করে পরিষেবা পান না। বিদ্যুৎ পরিষেবা অবিলম্বে স্বাভাবিক করতে হবে এই দাবিতে বৃহস্পতিবার অশোকনগরে রাস্তায় জলের পাইপ ফেলে গাড়ি চলাচল বন্ধ করে দেয় হিজলি এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ছুটে আসে অশোকনগর থানার পুলিশ।

জিয়াউল আলম

Published by:kaustav bhowmick
First published:

Tags: Agitation, Ashoknagar, Electricity, North 24 Parganas news, Protest, Road Block