North 24 Pargana News: বিদ্যুতের দাবিতে জলের পাইপ ফেলে রাস্তা অবরোধ

Last Updated:

গত ১৫ দিন ধরে সারা দিনে মাত্র তিন থেকে চার ঘণ্টা বিদ্যুৎ থাকছে। ফলে প্রচন্ড গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।

উত্তর ২৪ পরগনা: বিদ্যুতের দাবিতে হাবড়া-নৈহাটি রোডে জলের মোটা পাইপ ফেলে রাস্তা অবরোধ। ১৫ দিনের উপর হয়ে গেল বিদ্যুতের সমস্যায় ভুগছে অশোকনগরের হিজলিয়ার মানুষজন। পথ অবরোধকারীদের অভিযোগ, ঝড়-বৃষ্টি না হলেও দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ থাকছে না এলাকায়। এমনকি এই তীব্র গরমের সময়‌ও দুপুরে মাঝেমধ্যে বিদ্যুৎ চলে যাচ্ছে। এই নিয়ে বারবার বিদ্যুৎ অফিসে জানানো হলেও কোন‌ও সুরাহা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৫ দিন ধরে সারা দিনে মাত্র তিন থেকে চার ঘণ্টা বিদ্যুৎ থাকছে। ফলে প্রচন্ড গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এদিকে বিদ্যুৎ না থাকায় এই এলাকায় যারা সেলাইয়ের কাজ করেন তারা মহা সমস্যায় পড়েছেন। কারণ বিদ্যুতের অভাবে মেশিন চলছে না। একদিকে গরমে কষ্ট অন্যদিকে রুজিতে টান পড়ায় ক্ষুব্ধ এলাকাবাসী বৃহস্পতিবার পথ অবরোধ করে।
advertisement
advertisement
অবরোধকারীদের আরও অভিযোগ, তাঁরা সময়মতো বিদ্যুতের বিল দিয়ে দেন। কিন্তু একদিনও দেরি হলে মোটা অঙ্কের ফাইন করে বিদ্যুৎ পর্ষদ। অথচ তাঁরা ঠিক করে পরিষেবা পান না। বিদ্যুৎ পরিষেবা অবিলম্বে স্বাভাবিক করতে হবে এই দাবিতে বৃহস্পতিবার অশোকনগরে রাস্তায় জলের পাইপ ফেলে গাড়ি চলাচল বন্ধ করে দেয় হিজলি এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ছুটে আসে অশোকনগর থানার পুলিশ।
advertisement
জিয়াউল আলম
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Pargana News: বিদ্যুতের দাবিতে জলের পাইপ ফেলে রাস্তা অবরোধ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement