RG Kar Protest: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বিশ্বকর্মা পুজোতে এ কী থিম? মুহূর্তে ভাইরাল, দেখুন
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
RG Kar Protest: আরজি করের ঘটনা এবার ফুটে উঠল তৃণমূল শ্রমিক সংগঠনের বিশ্বকর্মা পুজোর থিমে! রাজ্যজুড়ে চলা বর্তমান পরিস্থিতিতে নানা সময়ে নানা জায়গায় আন্দোলন ও প্রতিবাদে শামিল হতে দেখা গিয়েছে সাধারণ মানুষজনকেও।
উত্তর ২৪ পরগনা: আরজি করের ঘটনা এবার ফুটে উঠল তৃণমূল শ্রমিক সংগঠনের বিশ্বকর্মা পুজোর থিমে! রাজ্যজুড়ে চলা বর্তমান পরিস্থিতিতে নানা সময়ে নানা জায়গায় আন্দোলন ও প্রতিবাদে শামিল হতে দেখা গিয়েছে সাধারণ মানুষজনকেও। এই নৃশংস ঘটনার দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন সকলেই। যেখানে জুনিয়র চিকিৎসক, শিল্পী, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ শাষক ও বিরোধী দলের নেতাকর্মীরাও চাইছেন বেরিয়ে আসুক আসল সত্য।
সেই জায়গায় দাঁড়িয়ে এবার বনগাঁ নিউ মার্কেট এলাকায় তৃণমূলের শ্রমিক সংগঠনের এই বিশ্বকর্মা পুজোর থিম দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। জাস্টিসের দাবিতে ব্যানার সহ থিমে ফুটে উঠেছে বিভিন্ন মডেল। শুধু আরজিকর কাণ্ডই নয় বর্তমান সরকারের জনমুখী প্রকল্প এই থিমের অঙ্গ হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে শ্রমিকদের নানা দাবিও তুলে ধরা হয়েছে এই থিম এর মধ্য দিয়ে।
advertisement
advertisement
বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ জানান, ‘বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রতি বছরের মত এবছরও প্রায় ২হাজার শ্রমিকের হাতে বোনাস তুলে দেওয়া হয়। এর পাশাপাশি আর জি কর কাণ্ডের প্রতিবাদে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রথম থেকেই রাস্তায় নেমেছেন। সকলেই চাইছে দোষীদের শাস্তি। কিন্তু রাজ্যকে যারা অশান্ত করতে চাইছে তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে বলেও জানান তিনি।’ তবে অভিনব এই থিম দেখতে এখন এলাকাবাসীরা ভিড় করছেন আর তাতেই উৎসাহ পাচ্ছেন শ্রমিক সংগঠনকে নেতা কর্মীরা।
advertisement
Rudra Narayan Roy
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2024 2:22 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
RG Kar Protest: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বিশ্বকর্মা পুজোতে এ কী থিম? মুহূর্তে ভাইরাল, দেখুন