Sawaswati Puja 2023|| লালকেল্লা এখন গোবরডাঙায়! সরস্বতী পুজোয় জেলার চমক
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Saraswati Puja 2023: সরস্বতী পুজোর মণ্ডপ লালকেল্লার থিমে তৈরি করে চমকে দিল গোবরডাঙার ক্লাব
উত্তর ২৪ পরগনা: গোবরডাঙায় লালকেল্লা! সরস্বতী পুজোর থিম মোঘল বাদশা আকবরের তৈরি লালকেল্লা। সেইসঙ্গে আলোর খেলায় রীতিমত দেশাত্মবোধক পরিবেশ তৈরি করা হয়েছে। আর তা দেখতেই ভিড় করছেন বহু মানুষ।
স্বাধীনতার ৭৫ তম বর্ষকে উদযাপন করার জন্য দুর্গা পুজোর থিম হিসেবে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে দেখা গিয়েছিল লালকেল্লা। পাশাপাশি এলইডি'র আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছিল নানা বীরগাথা। যা দেখতেই ভিড় করেছিল অসংখ্য মানুষ। যদিও জেলার অনেকেই বঞ্চিত হয়েছিলেন সেই মণ্ডপ দর্শন থেকে। সেই তাঁদেরকে সুযোগ করে দিতে সরস্বতী পুজোয় সন্তোষ মিত্র স্কোয়ারের মত লালকেল্লার আলোর খেলা ফুটিয়ে তুলেছে গোবরডাঙার খাটুরা পূর্বপাড়া ক্লাব।
advertisement
advertisement
লালকেল্লার আকারে পুরো মণ্ডপ তৈরি করা হয়েছে। চলছে আলোর খেলা। আর তা দেখতেই রীতিমত দূর-দূরান্ত থেকে মানুষ এখানে ভিড় করছেন। মোট চার দিন ধরে দেখা মিলবে এই লালকেল্লা থিমের প্যান্ডেল। প্রতিদিনই নানান সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। বাড়তি ভিড় সামাল দিতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে, যাতে কোনওরকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। প্যান্ডেলের ভেতরে সরস্বতীর মূর্তির পিছনে স্থান পেয়েছে ভারতের মানচিত্র। স্বাধীনতার নানা ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের মধ্য দিয়ে। মানুষের উপস্থিতিতে উচ্ছ্বসিত উদ্যোক্ততারাও।
advertisement
রুদ্রনারায়ণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2023 11:35 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Sawaswati Puja 2023|| লালকেল্লা এখন গোবরডাঙায়! সরস্বতী পুজোয় জেলার চমক