North 24 Parganas News: ভোর ভোর এসে খেয়ে যান টাটকা খেজুরের রস, সঙ্গে আছে নলেন গুড়! কলকাতার কাছেই
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
যশোর রোডের ধারে সকাল সকাল গেলেই মিলছে টাটকা খেজুর রস। চোখের সামনে এমন খাঁটি জিনিস হাতছাড়া করতে রাজি নন কেউই
উত্তর ২৪ পরগনা: বাংলার ঐতিহ্যের খেজুরের রস ও নলেন গুড় ক্রমশই হারিয়ে যেতে বসেছে। এখনও প্রতি শীতে বাজারে দেদার নলেন গুড় বিক্রি হয় ঠিকই, কিন্তু তার বেশিরভাগটাই ভেজাল মিশ্রিত। অভিযোগ, অনেক সময় নলেন গুড়ে রাসায়নিক দ্রব্য পর্যন্ত মেশানো হয়। তবে সেই ঘটনার এক ব্যতিক্রম দৃশ্য দেখা গেল উত্তর শহরতলির যশোর রোডের পাশে। শীত পড়তেই এখানে প্রতিদিন নিয়ম করে বিক্রি হচ্ছে খাঁটি খেজুর রস ও নলেন গুড়।
যশোর রোডের ধারে সকাল সকাল গেলেই মিলছে টাটকা খেজুর রস। চোখের সামনে এমন খাঁটি জিনিস হাতছাড়া করতে রাজি নন কেউই। তাই যশোর রোড দিয়ে যাতায়াত করা গাড়ি থেকে শুরু করে আশপাশের এলাকার মানুষজন এখন ভিড় জমাচ্ছেন খেজুরের রস পান করতে। পাশাপাশি চোখের সামনে তৈরি হওয়ার নলেন গুড় কিনেও বাড়ি ফিরছেন অনেকে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
মেদিনীপুরের শিউলিরা অশোকনগরের গুমা এলাকার প্রায় দেড়শো’টি খেজুর গাছ থেকে প্রতিদিন নিয়ম করে রস পাড়েন। সেই রস দীর্ঘ সময় ধরে জাল দিয়ে তৈরি করছেন ঝোলা ও পাটালি গুড়। এমনকি সকাল সকাল গেলে এখানেই মিলছে গ্লাস ভর্তি খাঁটি খেজুরের রসও। গ্লাস প্রতি দাম রাখা পড়ছে মাত্র ১০ টাকা। পাশাপাশি নলেন গুড় তৈরির দৃশ্যও চাক্ষুষ করা যাবে এখানে। আপনি যদি খেজুরের রস ও নলেন গুড়ের ভক্ত হন তবে এই সুযোগ হাতছাড়া করবেন না।
advertisement
রুদ্রনারায়ণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
December 28, 2023 5:46 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ভোর ভোর এসে খেয়ে যান টাটকা খেজুরের রস, সঙ্গে আছে নলেন গুড়! কলকাতার কাছেই