North 24 Parganas News: দুর্গন্ধে টেকা দায়! তালা ভেঙে ভেতরে ঢুকতেই বেরোল রহস্য, বারান্দায় যা দেখা গেল!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
পুলিশ আপাতত মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে। বার্ধক্য জনিত রোগ না কি হত্যা, কী কারণে মৃত্যু হল ওই ব্যক্তির? ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই তা পরিষ্কার হবে।
#উত্তর ২৪ পরগনা: দেগঙ্গায় ভয়াবহ ঘটনা! বাড়ির বন্ধ গেটের তালা ভেঙে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
দেগঙ্গা থানার বেড়াচাঁপা এলাকায় বাড়ির ভিতর থেকে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। মৃত বৃদ্ধের নাম জয়দেব সওদাগার, বয়স ৭০ বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, গত পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন বৃদ্ধ। শুক্রবার সকালে পচা গন্ধ বার হতে এলাকার মানুষের সন্দেহ হয়। গেট দিয়ে উঁকি মেরে দেখেন বারান্দায় উপুড় হয়ে পড়ে রয়েছে বৃদ্ধর মৃতদেহ।
advertisement
advertisement
খবর দিলে পুলিশ তালা ভেঙে পচগলা মৃতদেহটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে খবর, বেড়াচাঁপা এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন তিনি। স্থানীয় এক ব্যক্তির ফাঁকা বাড়িতে থাকতেন তিনি। বাড়ি হাড়োয়া থানার আটপুকুর এলাকায়। ৬ বছর আগে বেড়াচাঁপা এলাকায় আসেন তিনি।
advertisement
পুলিশ আপাতত মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে। বার্ধক্য জনিত রোগ না কি হত্যা, কী কারণে মৃত্যু হল ওই ব্যক্তির? ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই তা পরিষ্কার হবে। দুর্গন্ধ দূর করতে এলাকায় ব্লিচিং ছেটানো হবে বলেও জানা গিয়েছে।
Location :
First Published :
December 09, 2022 8:57 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: দুর্গন্ধে টেকা দায়! তালা ভেঙে ভেতরে ঢুকতেই বেরোল রহস্য, বারান্দায় যা দেখা গেল!