North 24 Parganas News: বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ভয় দেখিয়ে আড়াই লক্ষ টাকা প্রতারণা!
- Reported by:ANUP CHAKRABORTY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ না করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে, এই ভয় দেখিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আড়াই লক্ষ টাকা হাপিশ করে দিল প্রতারকের দল
উত্তর ২৪ পরগনা: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ভয় দেখিয়ে প্রতারণা। বিদ্যুৎ বিলের টাকা বকেয়া আছে বলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য হাতিয়ে নেয় প্রতারকের দল। তারপর অ্যাকাউন্ট থেকে আড়াই লক্ষ টাকা গায়েব হয়ে যায়। এই প্রতারণার তদন্তে নেমে বিধাননগর সাইবার ক্রাইম থানা আসানসোল থেকে একজনকে গ্রেফতার করল।
পুলিশ সূত্রে খবর, ২০২২ সালের অগস্ট মাসে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের হয়। সেখানে অভিযোগকারী জানান, বিদ্যুৎ বিলের টাকা বকে আছে বলে তাঁর কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। বলা হয়, বাড়ির বিদ্যুৎ বিলের বকেয়া টাকা দ্রুত শোধ না করলে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। বকেয়া টাকার পরিমাণ জানতে চাইলে একটি লিঙ্ক পাঠিয়ে সেখানে দশ টাকা পাঠাতে বলা হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ভয়ে তড়িঘড়ি ওই ব্যক্তি সেই লিঙ্কে প্রবেশ করে ১০ টাকা পাঠান। এরপর তাঁর কাছে একটি ওটিপি আসে। সেই ওটিপি জানতে চায় প্রতারকের দল। সাত-পাঁচ না ভেবে ওটিপি জানিয়ে দিলে মিনিট খানেকের মধ্যেই ছ’টি ধাপে অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ৪৮ হাজার ৪৯৮ টাকা অন্যত্র ট্রান্সফার হয়ে যায়।
advertisement
advertisement
প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই ওই ব্যক্তি বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন। তদন্তে নেমে সাইবার ক্রাইম থানার পুলিশ আসানসোল থেকে এই ঘটনার মূল অভিযুক্ত আকিব রাজাকে গ্রেফতার করে। এই অনলাইন প্রতারণার সঙ্গে আর কারা যুক্ত আছে তা জানার চেষ্টা চলছে।
অনুপ চক্রবর্তী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 21, 2023 4:54 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ভয় দেখিয়ে আড়াই লক্ষ টাকা প্রতারণা!








