North 24 Parganas News: নাট্য উৎসবে আগত দর্শকদের দেওয়া হল চারা গাছ!

Last Updated:

North 24 Parganas News: চারা গাছ দিয়ে প্রবেশ করানো হচ্ছে প্রেক্ষাগৃহে, বিষয়টি প্রথমে সৌজন্য মনে হলেও সুদূর প্রসারী চিন্তা ভাবনা করেই উদ্যোক্তাদের এই আয়োজন। তাতে যথেষ্টই খুশি দর্শকরা।

+
নাটকের

নাটকের আয়োজনে চারা গাছ

উত্তর ২৪ পরগনা: অক্সিজেন দিয়ে প্রবেশ করানো হচ্ছে প্রেক্ষাগৃহে, বিষয়টি প্রথমে সৌজন্য মনে হলেও সুদূর প্রসারী চিন্তা ভাবনা করেই উদ্যোক্তাদের এই আয়োজন। তাতে যথেষ্টই খুশি দর্শকরা। ভাবছেন কী বিষয়ে কথা বলছি! তবে চলুন বিশদে জেনে নেওয়া যাক।
মহতী একটি উদ্যোগ নিয়ে জেলার বুকে বেলঘরিয়ার নজরুল মঞ্চে শুরু হয়েছে সানশাইন থিয়েটার ফেস্টিভ্যাল। আর সেখানেই উদ্যোক্তাদের এই অভিনব কায়দায় অক্সিজেনের সম্ভার তুলে দিতে দেখা গেল দর্শকদের। থিয়েটার দেখতে আসা প্রতিটি মানুষের হাতে তুলে দেওয়া হল চারা গাছ। যা দীর্ঘ জীবন অক্সিজেন দান করবে পরিবেশে আর এভাবেই পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরলেন নাট্যপ্রেমীরা। পাশাপাশি ডিজিটাল যুগে নাটক ভুলতে বসা মানুষদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে শুরু করল থিয়েটার ফেস্টিভাল।
advertisement
advertisement
এদিন গুণীজন সংবর্ধনার মধ্যে দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রঙ্গন দত্ত গুপ্ত, কিংশুক রায়, রাজা গুহ-সহ নাটক প্রেমী ব্যক্তিরা। প্রথম দিনই অনুষ্ঠিত হয়, ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করা নদীয়ার বগুলার পুঁটি রামায়ণ নাটকটি। পরবর্তীতে রূপাই সাজুর কথা ও ভৌতিক নাটক দুটি উপস্থাপনা করা হয় মঞ্চে।
advertisement
আরও পড়ুন - ২০ বছর বাদে পাহাড়ে পঞ্চায়েত, তৃণমূলকে হারাতে আদাজল খেয়ে একজোট!
প্রথমের দিকে দর্শক আসনে খুব একটা ভিড় পরিলক্ষিত না হলেও, পরবর্তীতে তাপপ্রবাহের ঝলকানি কমতেই ভরে ওঠে দর্শক আসন। প্রবেশের মুখেই প্রত্যেক দর্শকদের হাতে তুলে দেওয়া হয় একটি করে চারা গাছ। শুধু তাই নয়, এই থিয়েটার ফেস্টিভাল থেকে সংগৃহীত অর্থে একটি স্কুলের কেমেস্ট্রি ল্যাব তৈরি করে দেওয়া হবে বলেও জানান উদ্যোক্তারা।
advertisement
নতুন বছরে এ ধরনের থিয়েটার ফেস্টিভাল হওয়ায় খুশি নাট্য প্রেমীরাও। আগামী দিনে আরও জনপ্রিয় নানা থিয়েটার উপস্থাপনা করা হবে বলেও জানানো হয় উদ্যোক্তাদের তরফ থেকে। দুদিন ব্যাপী এই ফেস্টিভ্যালরীতিমত সাড়া ফেলে দিয়েছে থিয়েটার জগতে।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: নাট্য উৎসবে আগত দর্শকদের দেওয়া হল চারা গাছ!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement