Panchayat Election 2023: বারাসতের দুই ব্লকে 'হাঁসজারু' অবস্থা! এক জায়গায় ১৪৪ ধারা জারি তো অন্যত্র বিডিও অফিস যেন আড্ডার ঠেক শাসকের
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
বিডিও অফিসের ঠিক গায়েই অবস্থিত তৃণমূলের দলীয় অফিস। মনোনয়ন জমা দেওয়ার গোটা সময়টাই দেখা গেল সেই দলীয় কার্যালয় খোলা আছে।
উত্তর ২৪ পরগনা: “ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজার”… হ-য-ব-র-ল এর মতো রাত নয়, তবে এ যেন দিনের বেলাতেই হাঁসজারু অবস্থা বারাসতে। একই এলাকার পাশাপাশি দুটি ব্লক। যথারীতি দুটি ব্লকেরই বিডিও অফিসে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমার প্রক্রিয়া চলছে। কিন্তু পাশাপাশি ব্লক হলেও ছবিটা একেবারে আলাদা। এক জায়গায় রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ভিডিও অফিসের এক কিলোমিটারের মধ্যে কড়া হাতে 144 ধারা জারি করে রেখেছে পুলিশ ের মধ্যে পড়া দোকান পাঠক বন্ধ করে দেওয়া হয়েছে। আবার পাশের ব্লকে ১৪৪ ধারা তো দূর অস্ত্র ঠিক ভিডিও অফিসের পাশেই খোলা তৃণমূলের দলীয় কার্যালয়!
পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমার প্রক্রিয়া শুরু হতেই ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার জেলাগুলি। কখনও বিরোধীরা মার খেয়ে বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে, আবার বেশ কিছু জায়গায় তারা পাল্টা দেওয়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। এই অবস্থাকে কীভাবে যে গণতন্ত্রের উৎসব বলা যায় তা নিয়ে সব মহলেই প্রশ্ন উঠছে। তবু পরিস্থিতি সামলাতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা মনোনয়ন জমা দেওয়ার প্রতিটি কেন্দ্র অর্থাৎ বিডিও ও এসডিও অফিসের এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি নির্দেশ দিয়েছেন। কিন্তু মঙ্গলবার বারাসত-২ ব্লকের ছবিটা সম্পূর্ণ অন্যরকম ছিল।
advertisement
advertisement
পাশের ব্লক অর্থাৎ বারাসত-১ ব্লকের বিডিও অফিসের পাশে থাকা দোকানগুলি মঙ্গলবার সাত সকালে তড়িঘড়ি করে বন্ধ করে দেয় পুলিশ। এক কিলোমিটার পর্যন্ত এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। এখানে শান্তিপূর্ণভাবেই বিরোধীরা মনোনয়ন জমা দিয়েছেন। তৃণমূলের এখনও প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ায় তাঁদের কাউকে মনোনয়ন জমা দিতে আসতে দেখা যায়নি। কিন্তু বারাসত-২ ব্লকের ছবিটা ছিল পুরোপুরি কয়েনের উল্টোপিঠ। এখানে বিডিও অফিসের ঠিক গায়েই অবস্থিত তৃণমূলের দলীয় অফিস। মনোনয়ন জমা দেওয়ার গোটা সময়টাই দেখা গেল সেই দলীয় কার্যালয় খোলা আছে। সেখানে ভিড় করে আছেন শাসকদলের নেতা কর্মীরা। পুলিশ তাঁদের কিছু বলছে না। শুধু বিডিও অফিস চত্বরে নিরাপত্তারক্ষীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। যদিও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কিছু বলা হয়নি। আর শাসকদলের দাবি, কোনও অশান্তিত তো হয়নি। তবে এতো কথা উঠছে কেন!
advertisement
রুদ্রনারায়ণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2023 7:42 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Panchayat Election 2023: বারাসতের দুই ব্লকে 'হাঁসজারু' অবস্থা! এক জায়গায় ১৪৪ ধারা জারি তো অন্যত্র বিডিও অফিস যেন আড্ডার ঠেক শাসকের