Panchayat Election 2023: বর্ষা আসতেই চিন্তায় ঘুম উড়েছে সুন্দরবনবাসীর, পাশে এসে দাঁড়ালেন তৃণমূল প্রার্থী

Last Updated:

বর্ষায় এলেই আতঙ্কে ভোগে সুন্দরবনের মানুষ। তবে এবার তাঁদের পাশে দাঁড়িয়ে সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিলেন পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী

+
title=

উত্তর ২৪ পরগনা: বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর তাতেই চিন্তায় ঘুম ওড়ার জোগাড় সুন্দরবনের নদী পাড়ের বাসিন্দাদের। ঘূর্ণিঝড় ছাড়াও বর্ষার বৃষ্টিতে সুন্দরবনের নদী তীরবর্তী এলাকায় বাসিন্দারা নানান কারণে বিপদে পড়েন। বিশেষ করে কাঁচা বাঁধ ভেঙে গিয়ে গ্রামে জল ঢুকে পড়ার আশঙ্কা থাকে। যত যাই করা হোক তাঁদের জীবনে দুঃখ যেন কিছুতেই আর যায় না। কারণ প্রতি বর্ষাতেই বাড়িঘর ভেসে যাওয়া, চাষের জমি জলের নিচে চলে গিয়ে ফসল নষ্ট হওয়াটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
সুন্দরবনবাসীর এই দুর্দশার আশঙ্কার সময় তাঁদের পাশে এসে দাঁড়ালেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী ইস্কিন্দার গাজি। সোমবার সকালে ভোট প্রচারে বেরিয়ে তিনি সটান চলে যান হাসনাবাদ ব্লকের মুরারিশাহ্ পঞ্চায়েতের গ‍্যাঁড়াকুপি গ্রামে। সেখানে বিদ্যাধরী নদীর পাড়ে বসবাসকারী গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। তখনই গ্রামবাসীরা তাঁকে বাঁধের দীর্ঘদিনের সমস্যার কথা জানান। সামান্য কোটালেই জল ঢুকে পড়ে গ্রামে, ভেসে যায় বাড়িঘর। বাধ্য হয়ে আত্মীয়ের বাড়ি বা স্থানীয় স্কুলের ছাদে আশ্রয় নিতে হয়।
advertisement
advertisement
গ্রামবাসীদের এই দুঃখের কথা শুনে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ওই তৃণমূল প্রার্থী। তিনি জানান, ভোটে জিতলে এই সমস্যার স্থায়ী সমাধান বের করার আপ্রাণ চেষ্টা করবেন। তার জন্য যতদূর আবেদন করতে হয় করবেন।
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Panchayat Election 2023: বর্ষা আসতেই চিন্তায় ঘুম উড়েছে সুন্দরবনবাসীর, পাশে এসে দাঁড়ালেন তৃণমূল প্রার্থী
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement