Bengal Panchayat Election 2023: বিধাননগরের বেশিরভাগ কাউন্সিলরের বিরুদ্ধে সিবিআই তদন্ত? পোস্টার ঘিরে তোলপাড় বাংলা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
West Bengal Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের আগে বিধাননগরে কোটি কোটি টাকা নিয়ে পোস্টার। কাউন্সিলরদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ।
উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে বিধাননগরের অধিকাংশ কাউন্সিলরের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ এনে সিবিআই তদন্তের দাবি। আর সেই দাবি নিয়েই পোস্টার পড়ল বিধাননগরে। তবে কারা এই পোস্টার লাগিয়েছে তা জানা যায়নি। যদিও পোস্টারের নিচে লেখা রয়েছে ‘বিধাননগর সচেতন নাগরিকবৃন্দ।’
পঞ্চায়েত ভোটের ঠিক একদিন আগেই বিধাননগরের কাউন্সিলরদের বিরুদ্ধে পোস্টার পড়ল বিধাননগর ও চিংড়িহাটার সংযোগকারী রাস্তায়। শুক্রবার সকালে পথচলতি মানুষ দেখতে পান ওই পোস্টার। যেখানে বাংলায় লেখা রয়েছে বিধাননগরের বিধায়ক সুজিত বসুর অনুপ্রেরণায়, বিধাননগরের প্রায় প্রত্যেক কাউন্সিলর আজ ৫০ থেকে ৬০ কোটি টাকার মালিক। পোস্টারটিতে সরাসরি বিধাননগরের তিনজন বর্তমান কাউন্সিলর ও একজন প্রাক্তন কাউন্সিলরের নাম উল্লেখ রয়েছে।
advertisement

advertisement
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক ২০২৩-র রিভিউ-স্ক্রুটিনির ফলাফল প্রকাশ, মেধাতালিকায় বিরাট বদল হবে?
পোস্টারটিতে দাবি করা হয়েছে, বিধাননগরের ৩৫, ৩৬ ও ২৮ নম্বর ওয়ার্ডের অধিকাংশ নির্মাণই অবৈধ। আর ওই ওয়ার্ডের কাউন্সিলররা সরকারি জমিতে অবৈধ বাড়ি নির্মাণ করে ৫০ থেকে ৬০ কোটি টাকার মালিক হয়েছেন। পোস্টারটির নিচে লেখা রয়েছে, “ধন্যবাদান্তে বিধাননগর সচেতন নাগরিকবৃন্দ”। তবে এখনও পর্যন্ত এরকম কোনও সংগঠনের হদিস পাওয়া যায়নি। কারা এবং কখন এই পোস্টার লাগানো হল, তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায়।
advertisement
আরও পড়ুন: বিরাট সিদ্ধান্ত রেলের, উত্তরবঙ্গের জন্য বিপুল বাড়তে চলেছে ট্রেন সংখ্যা? শুরু কাউন্টডাউন
পোস্টারটিতে যে সব কাউন্সিলরের নাম উল্লেখ করা হয়েছে, এখনও পর্যন্ত তাদের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে পোস্টার ঘিরে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। বিষয়টি নিয়ে বিধাননগরের বাসিন্দা সঞ্জীব সিনহা চৌধুরী জানান, ‘টাকার পরিমাণের বিচারে সংখ্যাটি অনেকটাই কম লেখা পোস্টারে। এর থেকে অনেক অংশে বেশি টাকা রয়েছে বিধাননগরের কাউন্সিলরদের। তাঁদের লাইফস্টাইলও চোখে পড়ার মতো।’
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 07, 2023 2:12 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Bengal Panchayat Election 2023: বিধাননগরের বেশিরভাগ কাউন্সিলরের বিরুদ্ধে সিবিআই তদন্ত? পোস্টার ঘিরে তোলপাড় বাংলা