HS Scrutiny Result 2023 উচ্চ মাধ্যমিক ২০২৩-র রিভিউ-স্ক্রুটিনির ফলাফল প্রকাশ, মেধাতালিকায় বিরাট বদল হবে?
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
HS Scrutiny Result 2023: উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের ২১ দিন পর রিভিউ ও স্ক্রুটিনির ফল বের হল।
কলকাতা: প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক ২০২৩-এর রিভিউ ও স্ক্রুটিনির ফলাফল। ১৩ জুলাই থেকে এই নতুন মার্কশিট দেখতে পারবেন পড়ুয়ারা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, শিক্ষা দফতরের কাছে পাঠানো হয়েছে এই নতুন রেজাল্ট। আগামী বৃহস্পতিবার থেকে সংসদের ওয়েবসাইট wbchseapp.wb.gov.in-এ রেজাল্ট দেখতে পাবেন পড়ুয়ারা।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, রিভিউয়ের ফলে মেধাতালিকায় অষ্টম স্থানে থাকা পড়ুয়া এগিয়ে পঞ্চম স্থানে চলে এসেছেন। তিন নম্বর বেড়েছে তাঁর। এরই সঙ্গে একাদশ স্থানে থাকা একাধিক পড়ুয়ারা এক নম্বর বাড়িয়ে দশ পর্যন্ত মেধাতালিকায় ঢুকে গিয়েছেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিস থেকেও নতুন মার্কশিট সংগ্রহ করা যাবে বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: বলুন তো বাসের গায়ে চালকের দরজায় কেন পাইলট লেখা থাকে?
চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় এবার পরীক্ষার ফল ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তার ২১ দিন পর প্রকাশিত হয়েছে রিভিউ ও স্ক্রুটিনির ফল। চলতি বছর পরীক্ষা দিয়েছিলেন মোট ৮ লাখ ২৪ হাজার ৮৯১ জন। তাদের মধ্যে পাশ করেছেন ৭ লাখ ৩৭ হাজার ৮০৭ জন। উচ্চ মাধ্যমিকে এবার পাশের হার ৮৯.২৫ শতাংশ।
advertisement
advertisement
আরও পড়ুন: দ্বাদশ শ্রেণির পরীক্ষা পাশ করতে পারেননি যে বলিউড তারকারা, তালিকা দেখলে মাথা ঘুরে যাবে!
৩১ মে মধ্যরাত থেকে ১৫ জুন মধ্যরাত পর্যন্ত রিভিউ বা স্ক্রুটিনির আবেদন করেন পড়ুয়ারা। এই বছর সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই আবেদন করা হয়। এই বছর ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইউপিআই-সহ অনলাইনে টাকা জমা দেওয়া গিয়েছে। রিভিউ বা স্ক্রুটিনির ব্যাপারে পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন পোর্টালের মাধ্যমে আবেদন করা হয়। নম্বরে যোগের ভুল বা কম নম্বর থেকে বেড়ে বেশি নম্বর পেয়েই বদলে গিয়েছে এবারের মেধাতালিকা।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 07, 2023 1:38 PM IST










