North 24 Parganas News: সিকিম থেকে ছেলে ছবি পাঠিয়েছিল মাকে, তার পর যে কী হল, তা বুঝে উঠতে পারছে না পরিবার
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
North 24 Parganas News: সিকিম থেকে ছবি পাঠিয়েছিলেন মাকে, প্রাকৃতিক বিপর্যয়ের পর দীর্ঘ সময় কেটে গেলেও মিলছে না কোন খোঁজ, উৎকণ্ঠে পরিবার
উত্তর ২৪ পরগনা: প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পরে বিধ্বস্ত সিকিম, যোগাযোগ বিচ্ছিন্ন, একের পর এক উদ্ধার হচ্ছে মৃতদেহ, সব মিলিয়ে চেনা সিকিম যেন হয়ে উঠেছে অচেনা। জানা যাচ্ছে, প্রায় কয়েক হাজার পর্যটক আটকে রয়েছেন সিকিমে। আর তারই মাঝে চরম উৎকণ্ঠার প্রহর গুনছেন উত্তর ২৪ পরগনা জেলার এক মা।
সিকিমে ঘুরতে গিয়ে নিখোঁজ ছেলে, ঘটনার পর থেকে দীর্ঘ সময় কেটে গেলেও কোনওরকম যোগাযোগ করা যাচ্ছে না। তবে কি ঘটল বড় কোনও দুর্ঘটনা! আতঙ্কে চোখে জল নিয়ে কাতর আবেদন ছেলেকে ফিরিয়ে দেওয়ার।
advertisement
সোদপুর নাটাগর এলাকার যুবক পলাশ দাস পাটনার এক বেসরকারি হাসপাতালে কর্মরত। গত শনিবার বেলঘরিয়ার এক বন্ধুর সঙ্গে সিকিমে ঘুরতে যান পলাশ। প্রাকৃতিক বিপর্যয় নেমে আসার দিন রাতেই শেষ কথা হয়েছিল ছেলের সঙ্গে, ওই শেষ ছেলের গলা শুনেছিলেন মা ফুলমতি দাস। সকালেই খবর পান সিকিমে ঘটেছে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। তারপর থেকেই ছেলের সঙ্গে যোগাযোগ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন মা-সহ প্রতিবেশী পরিজনেরা।
advertisement
ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও এখনও কোনও খোঁজ মেলেনি ঘুরতে যাওয়া ওই যুবকের। পলাশকে ফোন করলে কোন রকম ফোনে যোগাযোগ করা যাচ্ছে না বলেই জানান পরিবারের লোকজন। পলাশের বাবা পার্থপুর বাজারে সবজি বিক্রি করেন। ছেলের কোনও রকম ভাবে খবর না মেলায় মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন তারা। প্রতিবেশীরা পাশে থেকে মানসিক শক্তি বাড়ানোর চেষ্টা করলেও, দীর্ঘ সময় কেটে গেলেও পলাশ কোনভাবেই কেন বাড়ির সঙ্গে যোগাযোগ করছে না! বা আদৌ তিনি সুস্থ শরীরে আছেন কি না, তা নিয়েই তৈরি হয়েছে সন্দেহ। ছেলে সুস্থ শরীরে ফিরে আসুক এখন শুধু সেই প্রার্থনাই করছেন পলাশের পরিবার-সহ প্রতিবেশীরা।
advertisement
Rudra Narayan Roy
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Location :
Kolkata,West Bengal
First Published :
October 07, 2023 7:20 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সিকিম থেকে ছেলে ছবি পাঠিয়েছিল মাকে, তার পর যে কী হল, তা বুঝে উঠতে পারছে না পরিবার