হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ঝড়ের সময় বাড়ির বাইরে বেরোতেই বৃদ্ধার মাথায় ভেঙে পড়ল গাছের ডাল! তারপর...

North 24 Parganas News: গাছের ডাল মাথায় ভেঙে পড়ে মৃত্যু বৃদ্ধার, জখম আরও ১

ঝড়ের পর বালি সরাতে রাস্তায় বেরিয়েছিলেন ওই বৃদ্ধা। তখনই একটি গাছের ডাল তাঁর মাথায় ভেঙে পড়ে। গাছের ওই শক্ত ডালের আঘাতে তাঁর নাক, মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

উত্তর ২৪ পরগনা: স্বরূপনগরে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। জখম হল আরও একজন। গাছের ডাল ভেঙে মৃত ১ জখম আরও ১। মঙ্গলবার দুপুরের আচমকা এই ঘটনায় হতচকিত হয়ে গিয়েছে সবাই।

আরও পড়ুন: গরমে রেকর্ড করা বাঁকুড়ায় ট্রাফিক পুলিশের জন্য বিশেষ ব্যবস্থা

উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের গোবিন্দপুর পঞ্চায়েতের দত্তপাড়ায় বাড়ি শামসুন্নাহার বিবির (৬৫)। সোমবার দুপুরে ঝড় ওঠে। সেই সময় রাস্তায় বেরিয়েছিলেন এই বৃদ্ধা। তখন হঠাৎই একটি গাছের শক্তপোক্ত ডাল তাঁর উপর ভেঙে পড়ে। এই ঘটনায় গুরুতর জখম হন ওই বৃদ্ধা। এই একই ঘটনায় ওই গ্রামের আরও এক বাসিন্দা জখম হন। গ্রামবাসীরা তাঁদের উদ্ধার করে স্থানীয় স্বরূপনগর শাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে শামসুন্নাহার বিবির অবস্থার অবনতি হলে তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।

পরিবার সুত্রে খবর, ঝড়ের পর বালি সরাতে রাস্তায় বেরিয়েছিলেন ওই বৃদ্ধা। তখনই একটি গাছের ডাল তাঁর মাথায় ভেঙে পড়ে। গাছের ওই শক্ত ডালের আঘাতে তাঁর নাক, মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। শামসুন্নাহার বিবির দেহ ময়নাতদন্তের জন্যে বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

জুলফিকার মোল্লা

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Basirhat, Death, North 24 Parganas news, Old lady, Tree