Bankura News: গরমে রেকর্ড করা বাঁকুড়ায় ট্রাফিক পুলিশের জন্য বিশেষ ব্যবস্থা
- Published by:kaustav bhowmick
Last Updated:
মঙ্গলবার বাঁকুড়া জেলা পুলিশ ৫ টি সাব ট্রাফিক গার্ড ইউনিট এবং ২৩ টি ট্রাফিক কিয়স্কের কর্মীদের মধ্যে ব্রেথ অ্যানালাইজার, বডি ক্যামেরা, ছাতা, টুপি, সানগ্লাস, রিফ্লেক্টিভ জ্যাকেট এবং মাস্ক বিতরণ করে
বাঁকুড়া: এবারের গ্রীষ্মে রেকর্ড করেছে বাঁকুড়া। বিশ্বের সপ্তম উষ্ণতম শহরের স্বীকৃতি পেয়েছে। কিন্তু এই প্রবল উষ্ণতা ও তাপপ্রবাহের মধ্যেই রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ কর্মীরা। এবার ট্রাফিক পুলিশদের নিরাপত্তার কথা ভেবে বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হল।
মঙ্গলবার বাঁকুড়া জেলা পুলিশ ৫ টি সাব ট্রাফিক গার্ড ইউনিট এবং ২৩ টি ট্রাফিক কিয়স্কের কর্মীদের মধ্যে ব্রেথ অ্যানালাইজার, বডি ক্যামেরা, ছাতা, টুপি, সানগ্লাস, রিফ্লেক্টিভ জ্যাকেট এবং মাস্ক বিতরণ করে। বাঁকুড়ার এসপি বৈভব তিওয়ারি সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
advertisement
advertisement
এই প্রসঙ্গে বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, রাস্তাঘাটে সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে যারা দিনরাত কাজ করে চলেছেন তাঁদের সুস্থ থাকা ও নিরাপত্তার কথাও আমাদের ভাবতে হবে। এই গরমে ট্রাফিক পুলিশের কর্মীরা যাতে অসুস্থ না হয়ে পড়েন তাই বিশেষ উদ্যোগ নিয়ে তাঁদের মধ্যে এই সমস্ত সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2023 8:36 PM IST