Nadia News: চটজালের দাপটে বড় হচ্ছে না মাছ, জলঙ্গি নিয়ে ক্ষুব্ধ মৎস্যজীবীদের একাংশ
- Published by:kaustav bhowmick
Last Updated:
চটজাল ব্যবহার করলে বড় মাছের পাশাপাশি ছোট চারা মাছ এবং মাছের ডিমপোনা সহ সবকিছু নদীর জল থেকে উঠে আসে। এর ফলে ভবিষ্যতে নদীতে বড় মাছের সংখ্যা কমে যায়।
নদিয়া: জলঙ্গি নদী ক্রমশই সঙ্কটাপন্ন হয়ে উঠছে। এই নদীতে জলপ্রবাহের পরিমাণ কমছে প্রতিবছর। এরসঙ্গে যুক্ত হয়েছে মাত্রাতিরিক্ত দূষণ। ফলে নদী ও তার তীরবর্তী এলাকার বাস্তুতন্ত্র বিপর্যয়ের মুখে পড়েছে। পাট পচা জল এসে পড়ে এই নদীতে। পাশাপাশি সুতি নদীর দূষিত জলও জলঙ্গিতে মেশে। এই কারণে ফি বছর প্রচুর মাছ মারা যায় এখানে। ফলে সঙ্কটে পড়েছেন মৎস্যজীবীরাও।
আরও পড়ুন: বেপরোয়া গতির শিকার বৃদ্ধা
এই পরিস্থিতিতে বর্তমানে নদিয়া জেলার কিছু অসাধু মাছ ব্যবসায়ী জলঙ্গিতে বেআইনি চটজাল দিয়ে মাছ ধরছে। স্বরূপগঞ্জ ও পণ্ডিতপুর এলাকায় সবচেয়ে বেশি চটজাল ব্যবহার হচ্ছে। এই জাল ব্যবহারের কারণে প্রচুর পরিমাণে চারা পোনা মরে যাচ্ছে। ফলে এই নদীতে মাছ বড় হতেই পারছে না। এতে মৎস্যজীবীদের পাশাপাশি জীববৈচিত্র্যেরও প্রভূত ক্ষতি হচ্ছে। এই পরিস্থিতিতে জলঙ্গিতে বেআইনি চটজাল ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া পদক্ষেপের দাবি তুললেন মৎস্যজীবীরা। মঙ্গলবার জেলা সহকারী মৎস্য অধিকর্তার কাছে এই নিয়ে ডেপুটেশন দেওয়া হয় মৎস্যজীবীদের পক্ষ থেকে।
advertisement
advertisement
মৎস্যজীবীদের দাবি, মাছ ধরার কাজে চটজাল ব্যবহার করলে বড় মাছের পাশাপাশি ছোট চারা মাছ এবং মাছের ডিমপোনা সহ সবকিছু নদীর জল থেকে উঠে আসে। এর ফলে ভবিষ্যতে নদীতে বড় মাছের সংখ্যা কমে যায়। লাগাতার এই পরিস্থিতি চলতে থাকলে এক সময় জলঙ্গি নদীতে বড় মাছ পাওয়া যাবে না বলে তাঁরা দাবি করেন। এতে সৎ পথে চলা মৎস্যজীবীদের জীবিকা সঙ্কটের মুখে পড়বে বলে অভিযোগ।
advertisement
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2023 7:55 PM IST