North 24 Parganas News: উচ্চ মাধ্যমিক পাস করেও ফের অসুবিধা, স্কুল লিভিং সার্টিফিকেট পাচ্ছে না পড়ুয়ারা

Last Updated:

মিলছে না স্কুল লিভিং সার্টিফিকেট, সমস্যায় উচ্চমাধ্যমিক উত্তীর্ণ এই স্কুলের ছাত্রীরা

+
title=

#উত্তর ২৪ পরগণা: উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া চালু হচ্ছে রাজ্যে। কিন্তু কলেজে ভর্তির জন্য প্রয়োজন স্কুল লিভিং সার্টিফিকেট। আর এই স্কুল লিভিং সার্টিফিকেট নিয়েই জটিলতা তৈরি হয়েছে বারাসতের কালী কৃষ্ণ বালিকা বিদ্যালয়ে। ফলে ছাত্রীদের চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। প্রসঙ্গত, দিন কয়েক আগেই স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দূরব্যবহারের অভিযোগ এনে ঘেরাও কর্মসূচি গ্রহণ করেছিলেন স্কুলের অন্যান্য শিক্ষিকার সহ ছাত্রীরা।
এরপর থেকেই প্রধান শিক্ষিকার ঘরে তালা ঝুলিয়ে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে ছুটিতে রয়েছেন। স্কুল খুললেও ছাত্রীরা স্কুলে এসে দেখেন প্রধান-শিক্ষিকার ঘর বন্ধ এবং সেই ঘরেই রয়েছে যাবতীয় প্রয়োজনীয় অ্যাটেনডেন্স বুকসহ অন্যান্য জিনিস। শিক্ষা দফতরে জানিয়েও কোনো সুরাহা মিলছে না বলে দাবি অন্যান্য শিক্ষিকাদের। এদিন স্কুলে এসে স্কুল লিভিং সার্টিফিকেট তোলার জন্য উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীরা ভিড় জমালেও তা দেওয়া সম্ভব হয়নি।
advertisement
আর এর পরই ছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন স্কুল চত্বরে। ফলে স্কুলের শান্ত পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই ছাত্রীরা বারাসাত পুরসভায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ছাত্রীদের অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয় পরিত্যাগের শংসাপত্র না দেওয়ায়, এদিন তাদের বারাসাত পৌরসভায় আসতে বলা হয়। কিন্তু সেখানে এসেও কোনো সুরাহা হয় নি। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে অস্বীকার করা হয় পুরসভার তরফ থেকে। ফলে সমস্যায় পড়েছেন উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীরা।
advertisement
advertisement
অন্যান্য শিক্ষিকারা জানান এদিন তারা অ্যাটেনডেন্স বুক না পেয়ে সাদা পৃষ্ঠাতেই ছাত্রীদের অ্যাটেনডেন্স নথিভুক্ত করেছে। প্রধান-শিক্ষিকার ঘরের চাবি নিয়ে এসে ঘর খুলেও প্রয়োজনীয় জিনিস ব্যবহার করতে রীতিমত ভয় পাচ্ছেন শিক্ষা কর্মীরা। প্রধান শিক্ষিকা যখন তখন অভিযোগ তুলে থানার ভয় দেখান বলেও জানান সহ শিক্ষিকারা। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জলঘোলা হলেও কোনো সমাধানসূত্র মেলেনি বলেই স্কুল সূত্রে খবর। এই পরিস্থিতিতে এখন ছাত্রীদের ভবিষ্যৎ কি হবে তা বুঝে উঠতে পারছেন না শিক্ষিকা থেকে অভিভাবকরা কেউই।
advertisement
দ্রুত এই সমস্যার সমাধান না হলে, ছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে বড় আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।বারাসাতের ঐতিহ্যবাহী স্কুলগুলির মধ্যে একটি এই কালী কৃষ্ণ স্কুলের বর্তমান পরিস্থিতির বিষয়টি জানতে পেরে ইতিমধ্যেই বারাসাত জুড়ে চর্চা শুরু হয়েছে। পরবর্তীকালে শিক্ষা দফতর কী সিদ্ধান্ত নেয় এখন সেদিকেই তাকিয়ে ছাত্রীরা।
 Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: উচ্চ মাধ্যমিক পাস করেও ফের অসুবিধা, স্কুল লিভিং সার্টিফিকেট পাচ্ছে না পড়ুয়ারা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement