North 24 Parganas Road Accident: অশোকনগরে ব্যস্ত সময় দুর্ঘটনা, প্রাণ গেল অটোচালকের
- Published by:Ananya Chakraborty
Last Updated:
যশোর রোডে অশোকনগরে ব্যস্ত সময় দুর্ঘটনা, প্রাণ গেল অটোচালকের
উত্তর ২৪ পরগনা: অশোকনগরে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত এক আহত দুই।উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল অভিজিৎ হালদার নামে এক অটোচালকের। তার বাড়ি আশাবাদ রেল কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, অটোচালক রেলগেট থেকে অশোকনগর স্টেশন এর দিকে যাচ্ছিল ঠিক তখনই হাবরা দিক থেকে অশোকনগরের দিকে আসা একটি ৪০৭ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোচালক গাড়ি থেকে ছিটকে রাস্তার উপরে পড়ে যায়। ম্যাটাডোরের গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু হয় অটোচালকের। আহত হয়েছে অটোতে থাকা দুজন যাত্রী বলে স্থানীয় মানুষরা জানান। তাদেরকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাবরা স্টেট জেনারেল হসপিটালে। ঘাতক ৪০৭টি কে আটক করে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় অশোকনগর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে। ঘাতক ৪০৭ চালক পলাতক বলে পুলিশ সূত্রে খবর। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে পুলিশ। এলাকায় নেমেছে শোকের ছায়া।
Location :
First Published :
January 31, 2022 12:36 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas Road Accident: অশোকনগরে ব্যস্ত সময় দুর্ঘটনা, প্রাণ গেল অটোচালকের