North 24 Parganas News: বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে সার তৈরি করছে সুন্দরবনের পঞ্চায়েত
- Published by:Salmali Das
Last Updated:
North 24 Parganas News: বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে সার তৈরি হবে সুন্দরবনে। এতদিন বাড়ির আবর্জনা ফেলার নির্দিষ্ট ব্যবস্থা ছিল না। যার ফলে এলাকার পরিবেশ দূষিত হচ্ছিল।
বসিরহাটঃ বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে সার তৈরি হবে সুন্দরবনে। এতদিন বাড়ির আবর্জনা ফেলার নির্দিষ্ট ব্যবস্থা ছিল না। যার ফলে এলাকার পরিবেশ দূষিত হচ্ছিল। এবার প্রতিটি বাড়িতে ২টি করে বালতি দেওয়ার ব্যবস্থা হয়েছে। একটিতে পচনশীল ও অন্যটিতে পচনশীল নয় এমন বর্জ্য ফেলবেন গৃহস্থ।
প্রতিদিন ভোরে সাফাই কর্মীরা এলাকায় পৌঁছে বাঁশি বাজালে গৃহস্থ ওই দু’ধরনের বর্জ্য সাফাই কর্মীদের গাড়িতে ফেলে দেবেন। শহরে বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করেন সাফাই কর্মীরা। এবার উত্তর ২৪ পরগণা জেলার সুন্দরবন এলাকার কালিনগর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও চালু এই পদ্ধতি। তবে শুধুমাত্র বর্জন সংগ্রহ করাই নয় সেই বর্জ্য থেকে তৈরি করবে জৈব সার।
advertisement
advertisement
এদিন সন্দেশখালির কালিনগর গ্রাম পঞ্চায়েতে কঠিন তরল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে এই মডেলের সূচনা করা হয়। গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে বর্জ্য সংগ্রহকারী বিশেষ গাড়ির মাধ্যমে গ্রামের বাসাবাড়ি ও কাঁচাবাজার থেকে কঠিন বর্জ্য সংগ্রহ করা হবে, যার বেশির ভাগই তরকারি-জাতীয় বর্জ্য।
সংগ্রহীত বর্জ্য পৌঁছে যাবে কালিনগর বাজার সংলগ্ন কঠিন তরল বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে। সেখানে বিশেষ প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে মেশিনের দ্বারা জৈব সার তৈরি করা হবে। বর্জ্য থেকে তৈরি সার বাজারে তৈরি সারের থেকে কম দামে চাষিদের কাছে বিক্রি করবে পঞ্চায়েত। এই প্রকল্পের মাধ্যমে বর্জ্যের পুনঃ ব্যবহারের পাশাপাশি কর্মসংস্থানও হল যা এক নতুন দিশা দেখাচ্ছে সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত এলাকার কালিনগর গ্রাম পঞ্চায়েত।
advertisement
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 29, 2023 1:08 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে সার তৈরি করছে সুন্দরবনের পঞ্চায়েত