North 24 Parganas News: অবহেলায় দিন কাটাচ্ছেন তিতুমীরের বংশধররা! ভিটে বাড়ি আজও দাঁড়িয়ে!

Last Updated:

North 24 Parganas News: তিতুমীর এবং তাঁর বাঁশের কেল্লার খ্যাতি সারা দেশ জোড়া হলেও আজও অবহেলিত রয়েছেন তাঁরা। মাথার উপর ঋণের বোঝা নিয়ে কোনক্রমে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বংশধরেরা! 

+
অবহেলায়

অবহেলায় তিতুমীরের বংশধররা 

বসিরহাট:চরম অবহেলায় অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তিতুমীরের বংশধররা। দেশ স্বাধীনে ইংরেজদের বিরুদ্ধে আপোষহীন লড়াই স্বাধীনতা সংগ্রামী তিতুমীর। উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়ার হায়দারপুরে বাড়িতে ১৭৮২ সালে জন্মগ্রহণ করেন তিতুমীর। ১৮৩১ সালের ১৯ শে নভেম্বরের লড়াইয়ে শহীদ হন তিতুমীর। কিন্তু তিতুমীরের সেই ভিটে বাড়িতে গেলে দেখা যাবে, অবহেলায় অসহায় ভাবে দিন কাটাচ্ছেন তিতুমীরের বংশধররা।
ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি বাংলার জমিদারদের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করেছিলেন তিতুমীর ওরফে মীর নিশার আলি। ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তাঁর বাঁশের কেল্লা থেকে। ইংরেজদের বিরুদ্ধে নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেছিলেন। তৎকালীন সেই বাদশার বংশধররা আজ চরম অবহেলিত, অসহায় ভাবে দিন কাটাচ্ছে।
advertisement
advertisement
একদিন যে রক্তে বিপ্লবের ঝড়ে কেঁপে উঠে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি করেছিলেন বাঁশের কেল্লা আজ তাঁরই বংশধরেরা অবহেলিত! দূর-দুরান্ত থেকে তাঁর এই বাঁশের কেল্লা দেখতে আসেন বহু মানুষজন। পরিবারের দাবী, তিতুমীর এবং তাঁর বাঁশের কেল্লার খ্যাতি সারা দেশ জোড়া হলেও আজও অবহেলিত রয়েছেন তাঁরা। মাথার উপর ঋণের বোঝা নিয়ে কোনক্রমে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এলাকায় রাস্তাঘাট স্কুলের পরিকাঠামো ভালো নয়। কয়েক বছর আগে বাঁশের কেল্লার কিছুটা সংস্কার হলেও আজ কেউ খোঁজ নেয় না তার বংশধরদের।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: অবহেলায় দিন কাটাচ্ছেন তিতুমীরের বংশধররা! ভিটে বাড়ি আজও দাঁড়িয়ে!
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে, তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে, শীতের আমেজ মিলবে কবে থেকে দেখে নিন
বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে, তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে, শীতের আমেজ মিলবে কবে দেখে নিন
  • বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে

  • তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে

  • শীতের আমেজ মিলবে কবে দেখে নিন

VIEW MORE
advertisement
advertisement