North 24 Parganas News: আমন ধান চাষেও যেন টি-২০ ক্রিকেটের ছোঁয়া! বৃষ্টিতে যা ঘটল!

Last Updated:

North 24 Parganas News: গত বছর বৃষ্টির আকাল দেখা যাওয়ায় চরম সমস্যায় পড়েছিলেন উত্তর ২৪ পরগণা জেলার কৃষকরা।

+
title=

বসিরহাট: দেরিতে হলেও বৃ্ষ্টির আগমনেমুখে চওড়া হাসি আমন চাষিদের। গত বছর বৃষ্টির আকাল দেখা যাওয়ায় চরম সমস্যায় পড়েছিলেন উত্তর ২৪ পরগণা জেলার কৃষকরা। কিন্তু এবছর ভাল বৃষ্টি হওয়ায় অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন জেলার কৃষকরা। জুনের প্রথম দিকে বৃষ্টির তেমন দেখা না মিললেও জুলাইয়ের শেষ বেলায় যেন টি-২০ ধাঁচে ব্যাটিং বরুণদেবের। বৃষ্টিপাতের ঘাটতি পুষিয়ে দিয়েছে প্রায়। আমন ধান চাষেও যেন টি-২০ ক্রিকেটেরই ছোঁয়া।
আমন ধানচাষ মূলত বৃষ্টির জলনির্ভর। কিন্তু গত দুই সপ্তাহ ভাল বৃষ্টি হয়েছে জেলায়। এর ফলে অনান্য বছর জলের অভাবে বীজতলা থেকে বীজ রোপনের জন্য পাম্প মেশিনের মাধ্যমে জল দিতে হয়। কিন্তু এবছর ভাল বৃষ্টি হওয়ায় পাম্প মেশিনের মাধ্যমে জল দিতে হচ্ছে না ফলে বাড়তি খরচ কমছে কৃষকদের। আর বীজতলা থেকে চারা তোলা থেকে শুরু করে চারা রোপনে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা।
advertisement
আরও পড়ুন: 
advertisement
মূলত আমন ধান চাষের জন্য এই সময়ে বহু চাষিই মাঠে শুকনো অবস্থায় বীজ ফেলেন। বর্ষায় বৃষ্টির পরিমাণ ঠিক থাকলে সহজেই জমিতে সেই চারা রোওয়া যায়। কিন্তু অনেক সময়ে বৃষ্টি কম হলে বীজতলা শুকিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই আগেভাগে বৃষ্টি হলে কাদাতেই বীজতলা তৈরির সুযোগ পাওয়া যায়। চাষিরা জানান, বীজতলায় বীজ ফেলা থেকে তা বড় করে অন্য জমিতে রোপণ করার মধ্যে ২৫ দিন সময়ের ব্যবধান থাকে। এ বছর প্রায়ই বৃষ্টি হওয়ার ফলে, জমিতে জল রয়েছে। তাই, আমন ধান চাষে সুবিধা হচ্ছে। স্বাভাবিকভাবেই ধান চাষে এবছর মুখে চওড়া হাসি কৃষকদের।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: আমন ধান চাষেও যেন টি-২০ ক্রিকেটের ছোঁয়া! বৃষ্টিতে যা ঘটল!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement