North 24 Parganas News: দারুণ সুপারহিট! বিধায়ক গাইলেন 'কালা পাখি', কোমর দোলালেন দর্শক
- Published by:Debalina Datta
- local18
Last Updated:
বিধায়ক গাইলেন 'কালা পাখি', কোমর দোলালেন দর্শকরা...
#উত্তর ২৪ পরগনা: "তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি ? বসন্ত কালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালারং জমেছে সাদা কালা" বানীপুর লোক উৎসবের মঞ্চে হচ্ছে গান, আর সেই গানেই রীতিমতো কোমর দুলিয়ে নাচের পাশাপাশি আনন্দ উপভোগ করছেন মেলায় আসা দর্শকরা। আর যিনি এই গান গাইছেন তিনি স্বয়ং বিধায়ক।
অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর গাওয়া গানে বানীপুর মেলায় রীতিমতো সারা ফেলে দিল দর্শকদের। চলছে বাংলার দ্বিতীয় বৃহত্তম লোকউৎসব বানীপুর মেলা। সেখানেই প্রতিদিন সন্ধ্যায় নানা বিশিষ্ট সংগীত শিল্পীদের উপস্থিতিতে চলছে অনুষ্ঠান। শুধু সংগীত অনুষ্ঠান নয় পাশাপাশি রয়েছে নাটক মুখ অভিনয় সহ বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান। সেই উৎসব মঞ্চেই এদিন অশোকনগরের বিধায়ক তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামীকে দেখা গেল মাইক হাতে রীতিমতো গান গাইতে।
advertisement
আরও পড়ুন - Gossip: বিয়ের দুদিনের মধ্যেই এই কাণ্ড, সিঁদুর-মঙ্গলসূত্র কোথায়, আথিয়াকে নিয়ে জোর নিন্দা, রইল ফটো
advertisement
আরও পড়ুন - Money Mantra: ৫ ফেব্রুয়ারি হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে!
advertisement
কোনওরকম তালিম না নিয়ে শখে গান করেন বিধায়ক। তার গানে ইতিমধ্যেই মুগ্ধ জেলার অন্যান্য নেতা-মন্ত্রীরাও। ইতিমধ্যে বিধায়ক হয়েও নানা ব্যস্ততার মাঝে বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে দেখা যায় নারায়ণ বাবুকে। শখে গান রেকর্ডিং করতেও দেখা গিয়েছে এই বিধায়ককে। এদিন লোক উৎসবের মঞ্চে কয়েক হাজার দর্শকের সামনে গান গেয়ে খুশি বিধায়কও। অনুষ্ঠান মঞ্চ থেকেই বারংবার জানালেন সে কথা। বিধায়কের এহেন গান শুনে খুশি দর্শকরাও। মেলা ঘুরতে আসার দর্শকদের অনেককেই দেখা গেল বিধায়কের গান শুনতে দাঁড়িয়ে যেতে। শুধু মেলায় আসার দর্শকরা নন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকেরাও দাঁড়িয়ে শুনলেন বিধায়কের গান। সব মিলিয়ে জমজমাট বানীপুর লোক উৎসব মেলা।
advertisement
Rudra Narayan Roy
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2023 12:14 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: দারুণ সুপারহিট! বিধায়ক গাইলেন 'কালা পাখি', কোমর দোলালেন দর্শক