North 24 Parganas News: গল্প কথা নয়, ভিডিওতে রইল প্রমাণ, বৃদ্ধার শেষযাত্রায় দেদার ডান্স, বাজল ডিজে

Last Updated:

বৃদ্ধার শেষ ইচ্ছা ছিল তার মৃত্যুর পর তাকে যেন চোখের জলে বিদায় না জানিয়ে আনন্দের মধ্য দিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়। এই কথা রাখলেন ছেলেমেয়ে থেকে নাতি নাতনি আত্মীয়-স্বজন ও গ্রামবাসীরা। এ ‌যেন প্রতিমা নিরঞ্জন! ৮ কিমি পথ ডিজে বাজিয়ে মৃতদেহ নিয়ে শোভা‌যাত্রা পরিবারের

+
আনন্দে

আনন্দে উল্লাসের মধ্য দিয়ে বৃদ্ধার পাঠান শ্মশান যাত্রায় পরিবার 

বসিরহাট: ব্যান্ডপার্টি ডিজে বক্স বাজিয়ে মৃত ব্যক্তিকে নিয়ে প্ল্যাকার্ড ঝুলিয়ে নৃত্যের তালে শ্মশান যাত্রী পরিবারের সদস্যরা। চোখের জলের বদলে আনন্দের মধ্যে শেষকৃত্য সম্পন্ন শতবর্ষ পেরোন বৃদ্ধার। জীবনের শেষ ইচ্ছা মৃত্যুর পরে আনন্দ করে আমাকে শ্মশানে নিয়ে গিয়ে দহ করা হোক। পরিবারের লোকদের কাছে আকুল আবেদন জানিয়েছিল উত্তর চব্বিশ পরগনা বসিরহাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ভ্যাবলা তাঁতিপাড়া বাসিন্দা ১০৯ বছরের সুভাষিনী দেউরি।
বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগণার বাসিন্দার৷ তাঁর স্বামী যজ্ঞেশ্বর দেউরি ২৫ বছর আগে মৃত্যু হয়। নিজের প্রায় শতাধিক আত্মীয়-স্বজন, ছেলেমেয়ে. নাতি-নাতনি এবং কয়েক শ গ্রামবাসী সহ একটি শবযাত্রা হল,যেখানে ছিল না কোনও শোকের চিহ্ন৷  ৮ কিলোমিটার  দীর্ঘ রাস্তা বসিরহাটের ৭২ নম্বর রোড, টাকি রোড ,থেকে ইটিন্ডা রোডে মিছিল করে বসিরহাটে জামরুল তলায় শ্মশান ঘাটে নিয়ে গিয়ে তাঁর শেষকৃত্য সমাধা করা হল৷
advertisement
advertisement
বৃদ্ধার শেষ ইচ্ছা ছিল তার মৃত্যুর পর তাকে যেন চোখের জলে বিদায় না জানিয়ে আনন্দের মধ্য দিয়ে তাকে শেষকৃত্য সম্পন্ন করা হয়, আর সেই  কথা রাখলেন ছেলেমেয়ে থেকে নাতি নাতনি আত্মীয়-স্বজন থেকে শুরু করে গ্রামবাসীরা।
advertisement
মৃতদেহ ফুল দিয়ে সজ্জিত করে বাঁশের চতুর্দোলায় চাপিয়ে একদিকে ব্যান্ডপার্টি অন্যদিকে ডিজে বক্স  বাজিয়ে উদ্দাম নৃত্যের মধ্য দিয়ে ৮ কিলোমিটার পথ অতিক্রম করে শ্মশান ঘাটে পৌঁছালেন ছেলে-মেয়ে, নাতি, নাতনি, আত্মীয়স্বজন এমনকি গ্রামবাসীরাও।  মৃত্যু হলে দুঃখের মধ্যে দিয়ে মানুষ তার শেষকৃত্য সম্পন্ন করে আর একেবারে অন্য ছবি দেখা গেল বসিরহাটে৷  বৃদ্ধার শেষ ইচ্ছাপূরণে উল্টো গেল চোখের জলের বদলে আনন্দের মধ্য দিয়ে বৃদ্ধার শেষকৃত্য সম্পন্ন হল৷
advertisement
Julfikar Molla
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: গল্প কথা নয়, ভিডিওতে রইল প্রমাণ, বৃদ্ধার শেষযাত্রায় দেদার ডান্স, বাজল ডিজে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement