নিউটাউন: পানশালার লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে ১১ লক্ষ ৫০ হাজার টাকা প্রতারণার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার কলকাতা পুলিশের কনস্টেবল। গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ। ধৃতের নাম পল্লব সরকার। এম আর বাঙুর হাসপাতাল থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সেখানে সে কর্মরত ছিল।
পুলিশ সূত্রে খবর, ২০/০৪/২০২৩ তারিখে নিউটাউনের বাসিন্দা অমৃতা গঙ্গোপাধ্যায় নিউটাউন থানায় একটি অভিযোগ দায়ের করেন যে, তাঁর বৃদ্ধ বাবার কাছ থেকে আর টি জি এসের মাধ্যমে পানশালার লাইসেন্স করিয়ে দেওয়ার নাম করে জাল নথি দেখিয়ে প্রায় ১১ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ।
আরও দেখুন
এই অভিযোগ পাওয়ার পর নিউটাউন থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। এরপর পুলিশ জানতে পারে অভিযুক্ত ব্যক্তি কলকাতা পুলিশের কনস্টেবল। এম আর বাঙুর হাসপাতালে কর্মরত।
আরও দেখুন
এরপরে সমস্ত আইনি প্রক্রিয়া মেনে গল্ফগ্রিন থানার পুলিশকে সঙ্গে নিয়ে নিউটাউন থানার পুলিশ অভিযুক্ত কনস্টেবল পল্লব সরকারকে গ্রেফতার করে। পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত পুলিশ কর্মীকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে ।