North 24 Parganas News: সুরক্ষিত যাত্রী পরিষেবার দিতে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন পরিবহন চালকদের জন্য

Last Updated:

North 24 Parganas News: যাত্রী পরিবহন থেকে পণ্যবাহী সমস্ত ক্ষেত্রেই গাড়ির স্টিয়ারিং-এর নিয়ন্ত্রণ থাকে চালকদের হাতে। দিনরাত ঝড় জল এর মধ্যেও তাঁরা পরিষেবা দিয়ে যায় যাত্রীদের যোগাযোগের সুবিধার্থে।

+
সুরক্ষিত

সুরক্ষিত যাত্রী পরিষেবার দিতে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন পরিবহন চালকদের জন্য

উত্তর  ২৪ পরগনা: যাত্রী পরিবহন থেকে পণ্যবাহী সমস্ত ক্ষেত্রেই গাড়ির স্টিয়ারিং-এর নিয়ন্ত্রণ থাকে চালকদের হাতে। দিনরাত ঝড় জল এর মধ্যেও তাঁরা পরিষেবা দিয়ে যায় যাত্রীদের যোগাযোগের সুবিধার্থে। আর এই সকল চালকদের হাতেই প্রতিদিন হাজারো হাজারো প্রাণ নির্ভর করে, এক জায়গা থেকে পৌঁছায় আর এক গন্তব্যে। তাই এবার মহাকুমা পরিবহন দপ্তরের উদ্যোগে ড্রাইভারদের জন্য স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল।
আরও পড়ুনঃ সহস্র কন্ঠে গীতা পাঠ, গুরুগম্ভীর শ্লোকে মুখরিত হাবড়া
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা পরিবহন দপ্তরের উদ্যোগে বনগাঁর ৫০ থেকে ৬০ জন পরিবহন চালকদের নিয়ে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শারীরিকভাবে সুস্থ থাকলে তবেই নিরাপদে যাত্রী পরিবহনের কাজ করতে পারবেন চালকেরা। তাই তাঁদের স্বাস্থ্য পরীক্ষার মধ্যে দিয়ে বিভিন্ন বিষয়ে জেনে নেওয়া হল পরিবহন দপ্তরের প্রয়োজনও। পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত নানা পরামর্শ পেলেন কঠিন পরিশ্রম করে পরিবহন চালানো চালকেরা। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মাধ্যমে অনেকটাই উপকার হল তাঁদের এমনটাই মত ড্রাইভারদের।
advertisement
advertisement
শুধু তাই নয়, সেফ ড্রাইভ সেভ লাইফ এর উপরও এদিন একটি তথ্যচিত্র তুলে ধরা হয় চালকদের নানান বিষয়ে জানানোর জন্য। পাশাপাশি যাত্রী নিরাপত্তার বিষয়টিও তুলে ধরা হয় তাঁদের সামনে। বনগাঁ ব্লক স্বাস্থ্য দফতরের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা ও রানাঘাট নেত্রজ্যোতি ক্লাবের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিন। পরিবহন দপ্তরের আধিকারিক দেবাশীষ রায়(এ.আর.টি.ও) জানান, আগামীতে বনগাঁ মহকুমার বিভিন্ন প্রান্তে ড্রাইভারদের নিয়ে এই ধরনের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সুরক্ষিত যাত্রী পরিষেবার দিতে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন পরিবহন চালকদের জন্য
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement