North 24 Parganas News: হারিয়ে গিয়েছে কোলের শিশু! শুধু মা নয়, গোটা হনুমান-দল সন্তানের জন্য হাহাকার করছে! আক্রমণ চালাচ্ছে!

Last Updated:

North 24 Parganas News: সন্তান হারালে কোন মায়ের মাথার ঠিক থাকে! কিন্তু কয়েকটি বাড়ির লোককেই কেন আক্রমণ করছে হনুমান দল? তবে কী লুকিয়ে রাখা হয়েছে হনুমানের সন্তানকে? জানুন

+
হনুমানের

হনুমানের আতঙ্ক এলাকায়

#উত্তর ২৪ পরগনা: দিন রাত যাকে পারছে তাকে কামড়াচ্ছে। মূলত এলাকার তিন চারটে বাড়ির বাসিন্দাদের লক্ষ্য করেই যেন আক্রমণ করছে হনুমান। আর সেই আতঙ্কেই অতিষ্ঠ এলাকাবাসী। ইতিমধ্যেই হনুমানের কামড় খেয়েছেন এলাকার প্রায় সাত আট জন। প্রয়োজন ছাড়া, বেরনো বন্ধ করে দিয়েছেন এলাকার বাসিন্দারা। তবে কেন এই আক্রমণ! এলাকাবাসীদেরই কেউ কেউ বলছেন, চার পাঁচ জনের হনুমানের দল মাঝে মধ্যেই এলাকায় ঘোরাফেরা করত। এ বছরও তারা এলাকায় বিভিন্ন গাছে ঘুরে বেরাচ্ছিল, গত কয়েকদিন ধরে। তাদের মধ্যে একটি বাচ্চাও ছিল বলে জানা যাচ্ছে। কিন্তু দিন কয়েক ধরে নিরুদ্দেশ ওই হনুমান শাবক। আর তারপর থেকেই যেন অত্যাচারের মাত্রা বেড়ে গেছে এলাকার তিন চারটি বাড়িকে লক্ষ্য করে।
সন্তান নিরুদ্দেশ হতেই কেঁপে উঠেছে তারা। তার মধ্যেও এক পুরুষ হনুমান যেন বেশি অত্যাচার চালাচ্ছিল এলাকায়। এলাকাবাসীদের কথায় মনে করা হচ্ছে, হনুমানের দলটি মনে করছে তার বাচ্চাকে আটকে রেখেছে এলাকার তিন-চারটে বাড়ির মধ্যে। আর তাই ওই বাড়িগুলিকে লক্ষ্য করেই তাদের বাসিন্দাদের আক্রমণ চালাচ্ছে বাচ্চাকে ফিরে পাবার জন্য।এই ঘটনাকে কেন্দ্র করে হাবড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামনডাঙ্গা এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। জানা যায়, গত দুইদিন ধরে তার মধ্যে একটি হনুমানকে, আটকে রাখা হয়েছে স্থানীয় এলাকাবাসীর এক ঘরে। তবে বাকি হনুমানদের অত্যাচারে কাল ঘাম ছুটছে এলাকাবাসীদের।
advertisement
এদিন খবর দেওয়া হয় বন দফতরে। বনদফতরের প্রতিনিধি এসে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় জাল টাঙিয়ে ঘরের থেকে উদ্ধার করে ক্ষিপ্ত এই হনুমানকে। তবে এলাকায় বাকি হনুমানদের অত্যাচার থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় তার জন্যই বনদফতরের দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে কোন সমাধান সূত্র পাওয়া যায় কিনা তা চেষ্টা চালাচ্ছে বন কর্মীরা। যদিও হনুমান শাবকটির বিষয়ে এলাকার কেউই কোনো খোঁজ দিতে পারছেন না। হনুমানের আক্রমণে অযথা আতঙ্ক ছড়ানোর থেকে বিরত থাকতে প্রশাসনের পক্ষ থেকেও সচেতনতা চালানো হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি হনুমানের দলটিকে খাঁচা বন্দি করে অবিলম্বে এলাকায় শান্তি ফিরিয়ে আনুক বনদফতর।
advertisement
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: হারিয়ে গিয়েছে কোলের শিশু! শুধু মা নয়, গোটা হনুমান-দল সন্তানের জন্য হাহাকার করছে! আক্রমণ চালাচ্ছে!
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement