North 24 Parganas News| Chiranjeet Chakraborty : 'বান্ধবী আছে, তবে তাদের কাছে টাকা আছে কিনা জানিনা!' কেন বললেন চিরঞ্জিত!

Last Updated:

North 24 Parganas News| Chiranjeet Chakraborty : রাখি উৎসবে নিজের বিধানসভা কেন্দ্রে আনন্দে মেতে উঠতে দেখা গেল অভিনেতা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে।

বারাসতে রাখী বন্ধন উৎসবে চিরঞ্জিত
বারাসতে রাখী বন্ধন উৎসবে চিরঞ্জিত
#উত্তর ২৪ পরগনা: রাখি উৎসবে নিজের বিধানসভা কেন্দ্রে আনন্দে মেতে উঠতে দেখা গেল অভিনেতা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে। পাশাপাশি এদিন তিনি মন্তব্য ছুড়ে দিয়ে বলেন, আমার অনেক বান্ধবী আছে, তবে তাদের কাছে কতটাকা আছে জানিনা। বারাসতে এসে বৃহস্পতিবার চিরঞ্জিৎ চক্রবর্তী্র এই মন্তব্যের পরই বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। বারাসত পৌরসভার তরফ থেকে এদিন বারাসত গভমেন্ট কলেজের সামনে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। উৎসবে উপস্থিত ছিলেন বারাসত বিধানসভার বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। অনুষ্ঠানে ভাষণ দিতে দিতে চিরঞ্জিতবাবু বলেন , 'তার অনেক বান্ধবী আছে, যারা রাখি বন্ধন উৎসব পালন করে।
তার সঙ্গে কিন্তু, 'তার' অর্পিতার মতো কোনো বান্ধবী নেই।' পরবর্তী সময়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বান্ধবী প্রসঙ্গে তিনি বলেন, সে কথা তিনি বলতে চাননি। তার অনেক বান্ধবী আছে তাদের টাকা আছে কিনা সেটা তিনি জানেন না। অপরদিকে, এদিন পিসি সরকারের বাংলায় জন্মাতে না চাওয়ার ইচ্ছা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, চিরঞ্জিত চক্রবর্তী জানান, পুনরায় তিনি বাংলাতেই জন্মাতে চান।
advertisement
কবিতার মধ্যে দিয়েই জবাবদেন, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। পাশাপাশি বলেন, 'আসলে পলিটিক্যাল দলের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার পর তখন রাজনৈতিক ভাবভঙ্গি গুলো উঠে আসে। আর সে কারণেই হয়তো পিসি সরকার এরকম বলেছেন।' কটাক্ষ ছুড়ে দিয়ে বলেছেন, 'কিন্তু উনি হেরে যাওয়ার কারণে বলে থাকলেও থাকতে পারে। পি সি সরকার ভাল বন্ধু আমার। রাজনীতিতে প্রবেশ করলে মানুষের কথা পরিবর্তন হয়ে যায়, মন্তব্য বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীর। বারাসতের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে এদিন সাড়ম্বরে পালিত হয় রাখি বন্ধন উৎসব।
advertisement
advertisement
রুদ্র নারায়ন রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News| Chiranjeet Chakraborty : 'বান্ধবী আছে, তবে তাদের কাছে টাকা আছে কিনা জানিনা!' কেন বললেন চিরঞ্জিত!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement