North 24 Parganas News: রোগা হতে জিমে গিয়ে আজ তিনি পাওয়ার গার্ল, দেশের মুখ উজ্জ্বল করলেন মৌমিতা

Last Updated:

Power Girl : দেশের মুখ উজ্জ্বল করল বাংলার 'পাওয়ার গার্ল' মৌমিতা

+
মৌমিতা

মৌমিতা

রুদ্র নারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: দেশের মুখ উজ্জ্বল করে ঘরে ফিরলেন পাওয়ার গার্ল। আন্তর্জাতিক পাওয়ার লিফটিংয়ে চারটি সোনা ও চারটি রুপোর মেডেল অর্জন করে বাংলার মুখ উজ্জ্বল করল মৌমিতা। মেয়ে সফল হয়ে ঘরে ফিরতেই খুশি হৃদয়পুরের পরিবার-সহ প্রতিবেশীরাও।
নিউজিল্যান্ডে আয়োজিত কমনওয়েলথ পাওয়ারলিফটিং চাম্পিয়নশিপে ভারতের হয়ে এই খেতাব অর্জন করলেন উত্তর ২৪ পরগনার হৃদয়পুরের মৌমিতা ঘোষ। ছোটবেলা থেকেই খেলাধুলা ভালবাসেন মৌমিতা। কিন্তু পাওয়া লিফটিং-এ যে কিছু করে দেখাতে পারবেন, কোনওদিনও ভাবেননি।
আরও পড়ুন :  মাত্র আড়াই টাকায় চিকেন পকোড়া! অবিশ্বাস্য এই সুযোগ কোথায়, জানুন
গত এক বছর আগে নিজের ওয়েট কমাতে জিমে ভর্তি হন। সেখান থেকেই পাওয়ার লিফটিং-এ আগ্রহ বাড়তে থাকে। এক বছরের মধ্যে জেলা, রাজ্য, জাতীয় পর্যায়ে একাধিক চাম্পিয়নশিপে সোনা পেয়ে, অবশেষে আন্তর্জাতিক পর্যায়ে সোনা ছিনিয়ে নিলেন বাংলার এই মেয়ে। আর তাই নিজেকে প্রমাণ করতে পাড়ি দেন নিউজিল্যান্ডের মাটিতে।
advertisement
advertisement
আরও পড়ুন : ট্রেনের কামরায় ছিল বস্তা, হয়ে গেল সজারু! লক্ষ টাকা হাতবদলের আগেই গ্রেফতার ৩
কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে পাশে পেয়েছেন বাবা-মাকেও। অবশেষে মেয়ের মাথায় আন্তর্জাতিক স্তরের সম্মান উঠতেই খুশিতে মেতেছে গোটা পরিবার। আগামীতে এশিয়া এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজেকে নিয়ে যেতে চান বছর ২০ মৌমিতা। তাই এখনও প্রতিদিন করে চলেছেন অনুশীলন। বাংলার ক্রীড়াপ্রেমী মেয়েদের কাছে যেন এক অন্যতম নিদর্শন হয়ে উঠেছেন মৌমিতা। মেয়ের সাফল্যে আজ  গর্বিত বাবা-মাও। নিজেদের সাধ্য অনুযায়ী মেয়েকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাবেন বলেও জানান তাঁরা। ইতিমধ্যেই এই পাওয়ার গার্লকে দেখতে হৃদয়পুরের বাড়িতে ভিড় জমাচ্ছেন আশপাশের এলাকার বহু মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: রোগা হতে জিমে গিয়ে আজ তিনি পাওয়ার গার্ল, দেশের মুখ উজ্জ্বল করলেন মৌমিতা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement