North 24 Pargana News: কুকুরকে বাঁচাতে গিয়ে মুহূর্তে চরম অঘটন! অটো উল্টে মৃত ১ মহিলা, আহত আরও ১
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
হাসনাবাদের কালিবাড়ি এলাকায় চলন্ত অটোর সামনে হঠাৎই দু'টি কুকুর এসে যায়, কুকুর দুটোকে বাঁচাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি উলটে যায়। এই ঘটনায় অটোর নিচেয় চাপা পড়ে বছর ৫০ এর মিলনী মন্ডল ও কণিকা মন্ডল সহ বেশ কয়েকজন।
বসিরহাট: কুকুরকে বাঁচাতে গিয়ে অটো উল্টে মৃত এক মহিলা আহত আরও এক মহিলা। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার হাসনাবাদ-লেবুখালী রোডের কালিবাড়ি এলাকার ঘটনা।
কীর্তন দেখতে অটোতে যাওয়ার সময় ঘটে বিপত্তি। হাসনাবাদের কালিবাড়ি এলাকায় চলন্ত অটোর সামনে হঠাৎই দু’টি কুকুর এসে যায়, কুকুর দুটোকে বাঁচাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি উলটে যায়। এই ঘটনায় অটোর নিচেয় চাপা পড়ে বছর ৫০ এর মিলনী মন্ডল ও কণিকা মন্ডল সহ বেশ কয়েকজন।
advertisement
advertisement
ড্রাইভারের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে অটোর তলা থেকে দুজনকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মিলনী মণ্ডল নামে এক মহিলাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত মিলনী মণ্ডলের মরদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে। কী ভাবে ঘটল দুর্ঘটনা জানতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ।
advertisement
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Dec 10, 2023 8:29 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Pargana News: কুকুরকে বাঁচাতে গিয়ে মুহূর্তে চরম অঘটন! অটো উল্টে মৃত ১ মহিলা, আহত আরও ১








