North 24 Pargana News:তীব্র দাবদাহে দিনে মাঠে যাওয়া দায়, বাধ্য হয়ে রাতেই চাষ করছেন কৃষকরা
- Published by:Rukmini Mazumder
Last Updated:
তীব্র দাবদাহে পুড়ছে গোটা বাংলা। চাঁদিফাটা রোদ্দুর। ৪০ ডিগ্রির উপর তাপমাত্রা। প্রখর গরমে দিনের বেলা মাঠে যাওয়া দায়, বাধ্য হয়ে রাতেই চাষ করছেন চাষিরা
বসিরহাট: তীব্র দাবদাহে পুড়ছে গোটা বাংলা। চাঁদিফাটা রোদ্দুর। ৪০ ডিগ্রির উপর তাপমাত্রা। প্রখর গরমে দিনের বেলা মাঠে যাওয়া দায়, বাধ্য হয়ে রাতেই চাষ করছেন চাষিরা।
একদিকে গ্রীষ্মের দাবদাহ, অন্যদিকে বৃষ্টির অভাবে খাঁখাঁ করছে চাষের ক্ষেত। ক্ষতি হচ্ছে ফসলের। প্রখর রৌদ্রতাপে বিপর্যস্ত জনজীবন। একফোঁটা বৃষ্টির দেখা নেই। দিন যত যাচ্ছে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ততই বেড়ে চলেছে। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা প্রায়শই ৪০-৪১ ডিগ্রি মায় ৪৪ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে।
দিনের বেলা কড়া রোদে চাষের জমিতে কাজ করতে পারছেন না চাষিরা। সে'জন্য দিনের আলো পেরিয়ে রাতের বেলা চাষের জমিতে দেখা মিলছে তাঁদের। উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়ার চাঁদপুরের চাষিরা গ্রীষ্মের প্রখর রোদে কাজ করতে না পারায় রাতে টর্চ লাইট জ্বালিয়ে চাষের কাজ করছেন। স্থানীয় চাষিরা জানান, এমনিতেই বহুদিন বৃষ্টি না হওয়ায় চাষের জমি শুকিয়ে যাচ্ছে। পাশাপাশি দিনের বেলা প্রখর রৌদ্রে মাঠে টেকা দায়। সে'জন্যই রাতের বেলা চাষের কাজ করা হচ্ছে।
advertisement
advertisement
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 20, 2023 4:23 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Pargana News:তীব্র দাবদাহে দিনে মাঠে যাওয়া দায়, বাধ্য হয়ে রাতেই চাষ করছেন কৃষকরা