North 24 Pargana News: ভয়ঙ্কর...! এক রোগীর রক্ত অন্য রোগীর শরীরে! মুহূর্তে যা ঘটল বারাসত হাসপাতালে তুলকালাম
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
North 24 Pargana News: ১৬ নম্বর বেডের রোগীর পরিবর্তে রক্ত দেওয়া হল ১৭ নম্বর বেডের রোগীকে। মুহূর্তে যা ঘটল! অবিশ্বাস্য ঘটনা বারাসত জেলা হাসপাতালে। তুলকালাম।
উত্তর ২৪ পরগনা: একজনের রক্ত আরেক জনকে দিয়ে ঘটল বিপত্তি। জেলা বারাসত হাসপাতালের চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ সামনে এসেছে। রোগীর পরিবার সেই ঘটনা দেখা মাত্রই অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে নার্সরা সেই রক্ত খুলে দেন। ভুলবশত যে রোগীকে রক্ত দেওয়া হয়, সেই রোগীর মৃত্যু ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয় বারাসত হাসপাতালে। এই বিষয়েটি নিয়ে মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে জেলার বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসার চাপ রয়েছে এই হাসপাতালের উপর এমন দায়িত্বজ্ঞানহীনতার মত কাজের অভিযোগ ঘিরে উত্তাল এলাকা। প্রশ্ন উঠেছে এই গাফিলতি কার? রোগীর পরিবারের তরফ থেকে বারাসত হাসপাতালে ভুল রক্ত দেওয়ার কারণেই রোগী মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
advertisement
জানা গিয়েছে, মধ্যমগ্রামের বাসিন্দা অঞ্জলি মৌলিককে (ডায়বেটিস রোগী) বেশ কিছু শারীরিক সমস্যার জন্য গত তিন দিন আগে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের তরফ থেকে জানানো হয় অঞ্জলি মৌলিককে বেড নম্বর (R 16) রক্ত দেওয়ার জন্য পরিবার থেকে রক্ত নেওয়া হয়। পরিবার রক্তের ব্যবস্থা করলেও সেই রক্ত অঞ্জলি মৌলিককে না দিয়ে তার পাশের বেডে থাকা অন্য এক রোগীকে যার বেড নম্বর (R 17) যিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তাকে দেওয়া হয় বলেই জানা যায়। রক্ত দেওয়ার পরই সেই রোগীর মৃত্যু হয়। পরবর্তীতে ৭০ ঊর্ধ্ব অঞ্জলি মৌলিকের শারীরিক অবস্থা নিয়ে ওঠে প্রশ্ন।
advertisement
ঘটনার কথা জানাজানি হতেই পরিবারের তরফ থেকে হাসপাতালে ক্ষোভ দেখানো হয়। বিষয়টি নিয়ে কোনও সদুত্তর দিতে পারেনি দায়িত্বে থাকা নার্স ও চিকিৎসকরা। বারাসত হাসপাতাল সুপার সুব্রত মণ্ডলকেও বিক্ষোভ দেখানো হয়। তবে যে গাফিলতির অভিযোগ উঠেছে হাসপাতালের বিরুদ্ধে তা সত্যি হলে যথেষ্টই চিন্তার বিষয় বলে মনে করছেন চিকিৎসা বিভাগের সঙ্গে যুক্ত মানুষ জন।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2023 12:07 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Pargana News: ভয়ঙ্কর...! এক রোগীর রক্ত অন্য রোগীর শরীরে! মুহূর্তে যা ঘটল বারাসত হাসপাতালে তুলকালাম