North 24 Parganas News: 'গাছকে ভালোবাসুন'! 3D ইমেজে গাছের গায়ে শিল্পী ফুটিয়ে তুলছেন পরিবেশের বার্তা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
গাছের গায়ে শিল্পী ফুটিয়ে তুলছেন থ্রিডি ইমেজ, বার্তা পরিবেশ রক্ষার
উত্তর ২৪ পরগনা: প্রকৃতির কোলে বেড়ে ওঠা গাছ, আর সেই গাছই যেন হয়ে উঠেছে একজন শিল্পীর ক্যানভাস। হাবরার বানিপুর এলাকার শিল্পী সঞ্জয় সরকারের হাতের ছোঁয়ায় গাছগুলি যেন এক অন্য রূপ লাভ করেছে। চারপাশে যখন চলছে গাছ নিধন, সেই জায়গায় দাঁড়িয়ে শিল্পীর বার্তা গাছ বাঁচানোর। পরিবেশের নানা সৃষ্টি তিনি ফুটিয়ে তুলেছেন গাছের উপর। গাছেই স্থান পেয়েছে পশু পাখি বিড়াল থেকে দেব দেবীর মূর্তিও।
গাছের একবারে সামনে দাঁড়ালে দেখে মনে হতে পারে রংএর আঁকিবুকি। কিন্তু একটু দূরে গেলেই বোঝা যাবে গাছগুলিতে ফুটে উঠেছে নিখুঁত হাতের আঁকায় পশুপাখি আরও কত কী। উঁকি দিচ্ছে গাছ এমন ছবিও দেখা যাচ্ছে বানিপুর এলাকার বি আর আম্বেদকর স্পোর্টস স্কুলের সামনে।
advertisement
advertisement
আর এখন গাছের গায়ে আঁকা এই থ্রিডি ছবি দেখতেই ভিড় জমছে ওই এলাকায়। নতুন প্রজন্মের তরুণ-তরুণীরা গিয়ে সেলফিও তুলছেন গাছের পাশে দাঁড়িয়ে। তার জেরেই খুশি শিল্পীও। গাছকে ভালোবাসুক সকলে সেই বার্তাই যেন তুলে ধরতে চান এই শিল্প সৃষ্টির মধ্যে দিয়ে। সোশ্যাল মিডিয়াও ভাইরাল হয়েছে এই গাছের ছবি।
advertisement
বানিপুর বসন্ত উৎসব কমিটির উদ্যোগে এক অনুষ্ঠানে, অনুষ্ঠানস্থল সাজাতে গিয়েই এ ধরনের গাছের গায়ে প্রকৃতির রক্ষার বার্তা তুলে ধরার চিন্তাভাবনা মাথায় আসে শিল্পীর। তারপর থেকেই এলাকার নানা গাছে এভাবেই স্প্রে রং ব্যবহার করে এঁকে চলেছেন একের পর এক নানা ছবি। এলাকাবাসীরাও এখন চাইছেন দীর্ঘদিন ঝকঝকে থাকুক গাছের গায়ে সঞ্জয় সরকারের এই শিল্প সৃষ্টি।
advertisement
রুদ্র নারায়ণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
March 17, 2023 7:44 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: 'গাছকে ভালোবাসুন'! 3D ইমেজে গাছের গায়ে শিল্পী ফুটিয়ে তুলছেন পরিবেশের বার্তা