উত্তর ২৪ পরগনা: প্রকৃতির কোলে বেড়ে ওঠা গাছ, আর সেই গাছই যেন হয়ে উঠেছে একজন শিল্পীর ক্যানভাস। হাবরার বানিপুর এলাকার শিল্পী সঞ্জয় সরকারের হাতের ছোঁয়ায় গাছগুলি যেন এক অন্য রূপ লাভ করেছে। চারপাশে যখন চলছে গাছ নিধন, সেই জায়গায় দাঁড়িয়ে শিল্পীর বার্তা গাছ বাঁচানোর। পরিবেশের নানা সৃষ্টি তিনি ফুটিয়ে তুলেছেন গাছের উপর। গাছেই স্থান পেয়েছে পশু পাখি বিড়াল থেকে দেব দেবীর মূর্তিও।
গাছের একবারে সামনে দাঁড়ালে দেখে মনে হতে পারে রংএর আঁকিবুকি। কিন্তু একটু দূরে গেলেই বোঝা যাবে গাছগুলিতে ফুটে উঠেছে নিখুঁত হাতের আঁকায় পশুপাখি আরও কত কী। উঁকি দিচ্ছে গাছ এমন ছবিও দেখা যাচ্ছে বানিপুর এলাকার বি আর আম্বেদকর স্পোর্টস স্কুলের সামনে।
আর এখন গাছের গায়ে আঁকা এই থ্রিডি ছবি দেখতেই ভিড় জমছে ওই এলাকায়। নতুন প্রজন্মের তরুণ-তরুণীরা গিয়ে সেলফিও তুলছেন গাছের পাশে দাঁড়িয়ে। তার জেরেই খুশি শিল্পীও। গাছকে ভালোবাসুক সকলে সেই বার্তাই যেন তুলে ধরতে চান এই শিল্প সৃষ্টির মধ্যে দিয়ে। সোশ্যাল মিডিয়াও ভাইরাল হয়েছে এই গাছের ছবি।
আরও পড়ুন: দিনেদুপুরে মাঝরাস্তায় 'বাইকেই' দেদার Romance...! 'ভালোবাসায়' মত্ত দম্পতি! তোলপাড় নেটপাড়া
বানিপুর বসন্ত উৎসব কমিটির উদ্যোগে এক অনুষ্ঠানে, অনুষ্ঠানস্থল সাজাতে গিয়েই এ ধরনের গাছের গায়ে প্রকৃতির রক্ষার বার্তা তুলে ধরার চিন্তাভাবনা মাথায় আসে শিল্পীর। তারপর থেকেই এলাকার নানা গাছে এভাবেই স্প্রে রং ব্যবহার করে এঁকে চলেছেন একের পর এক নানা ছবি। এলাকাবাসীরাও এখন চাইছেন দীর্ঘদিন ঝকঝকে থাকুক গাছের গায়ে সঞ্জয় সরকারের এই শিল্প সৃষ্টি।
রুদ্র নারায়ণ রায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nature, North 24 pargana