North 24 Parganas News: লন্ডনের ওয়াচ টাওয়ার এখন অশোকনগরে, এলাকাবাসীর চোখ কপালে
- Published by:Rachana Majumder
- local18
Last Updated:
নতুন বছরে এখানে ভিড় জমাচ্ছেন বহু মানুষ৷
#উত্তর ২৪ পরগনা: নতুন বছরের শুরুতেই অশোকনগরবাসী উপহার হিসেবে পেল লন্ডনের বিগ বেন ওয়াচ টাওয়ার। অশোকনগরে প্রবেশের মুখেই শেরপুর এলাকায় গুরুত্বপূর্ণ মূল রাস্তার ধারে এপি এ ক্লাবের মাঠে বসানো হল প্রায় ৫০ ফুটের উপর বিগ বেন ওয়াচ টাওয়ারের ছোট সংস্করণ। ফলে শহরের সৌন্দর্য আরও বহু অংশে বৃদ্ধি পেল বলেই মনে করছেন এলাকাবাসীরা৷ পাশাপাশি অশোকনগরে বিভিন্ন দর্শনীয় স্থানগুলির মধ্যে এটি অন্যতম বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলেও আশাবাদী স্থানীয় প্রশাসন। ইতিমধ্যেই নানা রঙের আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই ক্লক টাওয়ার। আর তা দেখতেই এখন ভিড় জমছে বহু মানুষের।
পুরসভার সূত্রে জানা গিয়েছে, বিধায়ক নারায়ণ গোস্বামী তহবিলের টাকা থেকেই সৌন্দর্যের জন্য এই ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। টাওয়ারের মাথায় রয়েছে চারদিকে চারটি বড় মাপের ঘড়ি। প্রায় ৫০০ মিটার দূর থেকে দেখা যাচ্ছে ঘড়ির সময়। জাতীয় সড়ক ধরে অশোকনগর শহরে ঢুকতেই দূর থেকে চোখে পরছে এই ঘড়ি। বিধায়ক নারায়ন গোস্বামী লেকটাউনের ক্লক টাওয়ার দেখে, সৌন্দর্যের জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন অশোকনগরে লন্ডনের বিগ বেন এই ঘড়ির ছোট সংস্করণ বসানোর। বিধায়কের ইচ্ছেকে মান্যতা দিয়েই পৌরসভার উদ্যোগে বসানো হল সুউচ্চ এই ওয়াচ টাওয়ার।
advertisement
advertisement
লোহার কাঠামো দিয়ে বাইরে ফাইবার দিয়ে কারুকার্য করে তৈরি হয়েছে এই টাওয়ার। রাত হলেই রং বদলাচ্ছে এই ওয়াচ টাওয়ার। নতুন বছরে শহরবাসী সহ এই বিগ বেন ওয়াচ টাওয়ার পেয়ে খুশি বলেই জানালেন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা। টাওয়ারে থাকা ঘড়ির সময় দেখে এখন থেকে একদম সঠিক সময় মিলিয়ে নিতে পারবেন সকলে। ৫০ ফুটের উপর লম্বা এবং আট ফুটের উপর চওড়া ক্লক টাওয়ারটি তৈরি করতে প্রায় কুড়ি লক্ষ টাকা মত ব্যয় হয়েছে বলেই প্রশাসন সূত্রে খবর। প্রিয় শহরে লন্ডনের বিগ বেন ক্লক টাওয়ার বসায় রীতিমতো উচ্ছ্বাসে মেতেছেন অশোকনগরবাসীরা। এদিন বিধায়ক নারায়ণ গোস্বামী উদ্বোধন করেন এই ক্লক টাওয়ারটির। এখন চলছে ক্লক টাওয়ারের সামনে দাঁড়িয়ে ছবি তোলার হিড়িক।
advertisement
রুদ্র নারায়ণ রায়
Location :
First Published :
January 03, 2023 12:11 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: লন্ডনের ওয়াচ টাওয়ার এখন অশোকনগরে, এলাকাবাসীর চোখ কপালে