North 24 Parganas News: সাড়ে তিন ফুটের গাছে সারাবছর ফলছে আম!
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
অবাক আম গাছ! ইয়া লম্বা নয়, হাঁটুর উচ্চতায় এবার পাওয়া যাচ্ছে আম। মাত্র তিন ফুটের গাছে সারা বছর পাওয়া যাচ্ছে ফল
উত্তর ২৪ পরগনা: মাত্র তিন ফুট উচ্চতা। সেই ছোটখাট আম গাছেই সারা বছর ফলছে আম!শুনে চমকে গেলেন? আসলেই চমকে যাওয়ার মতো ব্যাপার। বসিরহাটের এই তিন ফুট উচ্চতার আম গাছ ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের।
সাধারণত আম গাছের কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে লম্বা একটি গাছ। যার অনেকটা উপরে গ্রীষ্মকালে ডালে ডালে ফলে থাকে টাটকা সুমিষ্ট আম। আম পাকলেই এক বিশেষ ধরনের আঁকসি দিয়ে চাষিরা বা সাধারণ মানুষ সেই আম পেড়ে থাকেন। কিন্তু এবার হাতের কাছেও নয়, হাঁটুর কাছে ফলছে আম। তা পেতে গেলে আপনাকে ঝুঁকে নিচু হতে হবে।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগনার বসিরহাটের হংকং নামে একটি উদ্যানে শোভা পাচ্ছে এই তিন ফুটের আম গাছ। যা কাঠিমন আম নামে পরিচিত। এই প্রজাতির আম বাকিদের তুলনায় অনেক তাড়াতাড়ি ফলন দেয় এবং সারা বছরই এখান থেকে ফল পাওয়া যায়। আজকাল বহু মানুষ বাড়ির বাগানে এই আম গাছ লাগাচ্ছেন।
advertisement
বসিরহাটের হংকং পার্কের উদ্যোক্তা অমিনুর ইসলাম পরীক্ষামূলকভাবে এই আম গাছের চাষ করেন। ভাল ফলন হওয়ায় এবার চারাগাছ তৈরি করে বিক্রিও করছেন। প্রতিটি চারাগাছ ৩০-৪০ টাকা দামে বিক্রি হচ্ছে। তাঁর এই অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আমিনুর ইসলাম। তিনি বলেন, এই জাতের গাছ অল্প জমিতে বেশি পরিমাণে চাষ করা সম্ভব এবং অনেক বেশি হয়। পাশাপাশি গাছের চারা দেশের বিভিন্ন রাজ্যে বিক্রি হচ্ছে। এই জাতের আম গাছ চাষ করে বছরে কয়েক লক্ষ টাকা আয় করা সম্ভব। কাঠিমন আম গাছ লবণাক্ত মাটি ছাড়া বাকি সব ধরনের মাটিতেই সম্ভব। তবে নিয়মিত জলের পাশাপাশি গোবর সার অথবা আবর্জনা পচা সার দিতে হবে।
advertisement
জুলফিকার মোল্লা
Location :
Kolkata,West Bengal
First Published :
July 20, 2023 6:49 PM IST