Madhyamik Exam 2022: কন্যা সন্তান হওয়ায় ছেড়েছে স্বামী, মেয়ের মাধ্যমিকে সফলতাই ‌যেন মায়ের অপমানের বদলা! 

Last Updated:

Madhyamik Exam 2022: অশোকনগর কল্যানগড়ে একটা বাড়ির পিছনের দিকের ছোট্ট একটি ঘর ভাড়া নিয়ে কোনমতে বসবাস মা মহুয়া সেন চক্রবর্তী ও মেয়ে তুলি সেনের।

+
মা-মেয়ের

মা-মেয়ের লড়াইয়ে মিলল সাফল্য

#উত্তর ২৪ পরগনা: মেয়ের রেজাল্ট জানার পর চোখ থেকে টপটপ করে জল পড়েছিল মায়ের। স্বামী ছেড়ে দেওযার পর মেয়েকে আঁকড়ে শুরু হয়েছিল লড়াই । মেয়ে মাধ্যমিকে ৯৬ শতাংশ নম্বর পেয়েতেই যেন সার্থকতা পেল মায়ের আত্মমর্যাদার লড়াই। রেজাল্ট পেতেই মাকে জড়িয়ে আনন্দে চোখে জল মেয়েরও।
অশোকনগর কল্যানগড়ে একটা বাড়ির পিছনের দিকের ছোট্ট একটি ঘর ভাড়া নিয়ে কোনমতে বসবাস মা মহুয়া সেন চক্রবর্তী ও মেয়ে তুলি সেনের। মহুয়া দেবী জানালেন, মেয়ে হওয়ার কারনে তিনি অনেক যন্ত্রনা সহ্য করেছেন। এমনকি স্বামীর সংসার ছেড়ে বেরিয়ে আসতে হয় মেয়েকে নিয়ে। সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলতে শুরু হয় মহুয়াদেবীর জীবনসংগ্রাম। সঙ্গীতকেই পেশা হিসেবে বেছে নেন তিনি।
advertisement
advertisement
সংগীত শিক্ষিকা হিসেবে পরিচিত মহল থেকে খোঁজ পাওয়া বেশ কয়েকটি বাড়িতে গান শেখাতে শুরু করেন। তাতে যেটুকু রোজগার হয়ে তাতেই চালাতে হয়ে মেয়ের পড়াশুনার খরচ ও সংসার। জেদ ছিল মেয়েরা ফেলনা নয়, পাশে দাঁড়ালে তারাও পুরুষের থেকে যেকোন বিষয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এই লক্ষ্য নিয়ে মেয়েকে প্রতিষ্ঠিত করতে শুরু হয়েছিল এক মায়ের লড়াই । মেয়েকে ভর্তি করেন অশোকনগর বানীপীঠ বিদ্যালয়ে। এবছর মাধ্যমিকে ৬৭৪ নম্বর পেয়ে পাশ করে তুলি সেন। এত ভালো রেজাল্টের পরও তুলির আক্ষেপ, যদি মেধা তালিকায় ১০-এর মধ্যে নাম তুলতে পারতাম তবে আরও ভালো হত। এবার তুলির লক্ষ্য সামনের দিকে এগিয়ে চলা। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছে প্রকাশ করেছে এই মেধাবী ছাত্রী।
advertisement
মেয়ে ভালো রেজাল্ট করেছে। যারা এতদিন শুধুই সমালোচনা করেছে তাদের যোগ্য জবাব দেওয়া গেলেও তুলির মা মহুয়া সেন চক্রবর্তী দুখপ্রকাশ করে জানালেন, এত কম উপার্জনে কি মেয়ের ভবিষ্যতের স্বপ্নপুরন করতে পারব । তিনি তুলির উচ্চশিক্ষার জন্য প্রশাসনের সাহায্য প্রার্থনা করেছেন।
advertisement
প্রতিবেদন-রুদ্র নারায়ণ রায়
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Madhyamik Exam 2022: কন্যা সন্তান হওয়ায় ছেড়েছে স্বামী, মেয়ের মাধ্যমিকে সফলতাই ‌যেন মায়ের অপমানের বদলা! 
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement