North 24 Parganas News: বৈশাখেই খুঁটি পুজো, কিসের এত তড়িঘড়ি? আসল কারণ জানলে চমকে যাবেন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
North 24 Parganas News: মধ্যমগ্রাম উদয়রাজপুর পেয়ারাবাগান দুর্গাপুজো কমিটির এবছর ৫৫ তম বর্ষের খুঁটি পুজো হয়ে গেল আজ। রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের মন্ত্রী রথীন ঘোষের উপস্থিতিতে খুঁটি পুতে সূচনা হল প্যান্ডেলের।
উত্তর ২৪ পরগনা: বৈশাখের কাঠফাটা গরমে নাভিশ্বাস অবস্থা সকলের৷ আশ্বিন আসতে এখনও বাকি প্রায় ছয় মাস। তারপরই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার আগেই আজ বুদ্ধ পূর্ণিমার শুভক্ষণে দুর্গাপুজোর খুঁটি পূজার মধ্যে দিয়ে যেন সূচনা হয়ে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসবের কাউন্টডাউন। মধ্যমগ্রাম উদয়রাজপুর পেয়ারাবাগান দুর্গাপুজো কমিটির এবছর ৫৫ তম বর্ষের খুঁটি পুজো হয়ে গেল আজ। রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের মন্ত্রী রথীন ঘোষের উপস্থিতিতে খুঁটি পুতে সূচনা হল প্যান্ডেলের।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ, সিআইসি অরবিন্দ মিত্র সহ স্থানীয় কাউন্সিলররা। কাউন্সিলর অন্তরা বিশ্বাস মজুমদারের আগমনীর গানের মধ্যে দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে মন্ত্রী রথীন ঘোষ সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা খুঁটি পুতলেন মাটিতে। শঙ্খ, উলুর ধ্বনি, ঢাকের বোল দিয়ে পুজোর সূচনা হল বেশ ধুমধুম করে। কেন এত তড়িঘড়ি করে আগেই করা হল খুঁটিপূজো! তা নিয়ে উদ্যোক্তারা জানালেন, এবছর পেয়ারাবাগান দুর্গাপুজো কমিটির দুর্গোৎসবের থিম রাজমহল। রাজস্থানের রাজমহল ঘরানাকেই ফুটিয়ে তুলতে দেখা যাবে, যা দর্শকদের বিশেষ আকর্ষণ করবে বলে ধারণা শিল্পী রাজু দে-র।
advertisement
advertisement
মন্ত্রী জানান, মধ্যমগ্রামের বড় পুজো গুলির মধ্যে অন্যতম উদয়রাজপুর পেয়ারাবাগান পুজোকমিটির এই দুর্গাপূজা। তবে এবছর অনেকটা আগেই তাদের প্রস্তুতি শুরু হল। রামচন্দ্র অকালবোধন করেছিলেন, পেয়ারাবাগানও অনেক আগে থেকে শুরু করল তাদের প্রস্তুতি। সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে মন্ত্রীর বার্তা তারা যেন এবছর দুর্গোৎসব উপভোগ করে , মধ্যমগ্রামের বড় পুজো গুলো দর্শনের পাশাপাশি এই পুজোও দর্শন করেন। তবে এই সুন্দর মন্ডপ তৈরি করার পিছনে যাদের অবদান রয়েছে, তাদেরকে উদ্দীপনা উৎসাহ দিতেই মন্ত্রীর এই পুজোয় আসা। মহিলা ঢাকিদের ঢাকের তালে, পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দুর্গোৎসব ২০২৩ এর শুভ সূচনা হয়ে গেল পেয়ারা বাগানের, তেমনটাই মনে করছেন এলাকার অধিবাসীরা। এখনও পর্যন্ত জেলায় এত আগে খুঁটি পুজো শুরু হতে দেখা যায়নি কোন পুজো কমিটিরই। সেখানে প্রায় সবার আগে খুঁটি পুজো করে সকলের দৃষ্টি আকর্ষণ করল মধ্যমগ্রাম উদয়রাজপুর পেয়ারা বাগান পুজো কমিটি ।
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2023 10:48 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বৈশাখেই খুঁটি পুজো, কিসের এত তড়িঘড়ি? আসল কারণ জানলে চমকে যাবেন