North 24 Parganas News: শেষ মুহূর্তে মিলেছে অর্ডার, গণেশ পূজোর আগে চরম ব্যস্ত মৃত শিল্পীরা
- Published by:Ananya Chakraborty
Last Updated:
শেষ মুহূর্তে মিলেছে অর্ডার, গণেশ পূজোর আগে যেন ঝড় চলছে প্রতিমা শিল্পীদের| বায়না অনেক থাকলেও, আবহাওয়া খারাপ হওয়ায় শেষ মুহুর্তে বহু অর্ডারই নিতে পারেনি কাঁকিনাড়া রায় বাহাদুর রোড এলাকার মৃৎশিল্পীরা।
#উত্তর ২৪ পরগনা: শেষ মুহূর্তের তুলির টান চলছে সিদ্ধিদাতা গনেশের চোখে, মুখে, হাতে। আর মাত্র কয়েক ঘণ্টা,, তার মধ্যেই অর্ডার অনুযায়ী কাজ শেষ করতে হবে।তাই দিনরাত এক করে চলছে শেষ মুহূর্তে মূর্তি তৈরির কাজ। বায়না অনেক থাকলেও, আবহাওয়া খারাপ হওয়ায় শেষ মুহুর্তে বহু অর্ডারই নিতে পারেনি কাঁকিনাড়া রায় বাহাদুর রোড এলাকার মৃৎশিল্পীরা। বিগত দুই বছর করোনা পরিস্থিতির কারণে প্রতিমা শিল্পীদের অত্যন্ত সংকটের মধ্যে দিন কাটার পর, এ বছর সেই পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। প্রতিমা শিল্পীরা আগের থেকে অনেকটাই সংকট মুক্ত। গনেশ পুজো দিয়ে শারদীয় উৎসবের সূচনা। এরপরে বিশ্বকর্মা, দুর্গা, লক্ষ্মী, কালি, জগদ্ধাত্রী একে একে চলবে।
এবছর গণেশ পুজোর আগে তারা ভালই বায়না পেয়েছেন। সে কারণেই আগামী ৩১শে আগস্ট গণেশ পুজোর আগেই,রাত জেগে গণেশ প্রতিমা তৈরির কাজে ব্যস্ত এলাকার সকল প্রতিমা শিল্পীরা। মন্ডপে পৌঁছানোর আগে তাই, চলছে শেষ তুলির টান। কাঁকিনাড়া রায় বাহাদুর রোড এলাকায় প্রতিমা তৈরির কারখানায় সেই চিত্রই ধরা পরল এদিন। প্রতিমা শিল্পীরা জানান, ‘এবার বাজার যথেষ্টই ভাল, শেষ মুহূর্তে বহু অর্ডার আসায়, অনেক অর্ডার বাতিল করতে হয়েছে সময়ের অভাবে।’ গত দুবছর খুবই খারাপ অবস্থার মধ্যে দিন কেটেছে মৃৎশিল্পীদের। সেই তুলনায় এবার যথেষ্ট ভালো পরিস্থিতি বলেও জানান প্রতিমা শিল্পীরা।
advertisement
advertisement
বর্তমানে চারিদিকে গণেশ পুজো অনেকটাই বেড়েছে। যা আজ থেকে বছর দশেক আগে দেখা যেত না বললেই চলে। দু'এক জায়গায় পুজো হত৷ বর্তমানে ওলিতে গলিতে সরস্বতী পুজোর মত শুরু হয়েছে গণেশ পুজো। তাই অর্ডারও হচ্ছে যথেষ্ট। গত সপ্তায়ে আবহাওয়া পরিস্থিতি ভালো না থাকার কারণেই, ডেলিভারি সঠিক সময়ে দেওয়ার সমস্যার আশঙ্কায় কিছু অর্ডার বাতিল হলেও, যথেষ্টই খুশি শিল্পীরা। ভোরবেলা থেকেই ধীরে ধীরে দূরের মূর্তিগুলি পাঠানোর কাজ শুরু করে দেওয়া হবে বলেও জানানো হয় শিল্পালয়ে পক্ষ থেকে। ইতিমধ্যেই নানা প্রান্তে প্যান্ডেল ও আলোতে সেজে উঠেছে মন্ডপ, শুধু অপেক্ষা এখন সিদ্ধিদাতা গণেশের। আর তাই ধীরে ধীরে প্রতিমা শিল্পীদের ঘর থেকে মন্ডপের দিকে পাড়ি দিচ্ছেন গজানন।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view commentsLocation :
First Published :
August 30, 2022 7:25 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: শেষ মুহূর্তে মিলেছে অর্ডার, গণেশ পূজোর আগে চরম ব্যস্ত মৃত শিল্পীরা

