Durga Puja 2023: দুর্গাপুজোর থিমে কেদারনাথ মন্দির, হিমশিতল মণ্ডপে বিরাট চমক
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
Last Updated:
বসিরহাটের নবারুণ সংঘের পুজো। মন্ডপের উচ্চতা প্রায় ৪০ ফুট। একইভাবে প্যান্ডেলের ভিতরে উত্তরাখন্ডের পাহাড়ের উপর শীতলতার ছোঁয়ায় এসির ব্যবহারও করা হয়েছে।
বসিরহাট: দুর্গাপুজোয় কেদারনাথ মন্দিরের থিমে সাড়া পড়ল বসিরহাটে। বরফের চাদোয়ার মত পাহাড়ের উপর দিয়ে পৌঁছে যাবেন কেদারনাথ মন্দিরে। বেশ কয়েক বছর ধরে দুর্গা পুজোয় এখন থিমের ছোঁয়ায় ফুটে উঠছে গ্রাম্য এলাকাগুলিতেও। কলকাতার পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় এমন বেশকিছু পুজো হচ্ছে, ধারেভারে ও আয়োজনে যেগুলি তিলোত্তমা মহানগরীর পূজাকেও টেক্কা দিতে পারে। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটে এবারও দুর্গাপূজায় থিমের রমরমা।
কেদারনাথে দর্শন পেতে সবাই মুখিয়ে থাকেন। কিন্তু সবার পক্ষে সেই দুর্গম স্থানে যাওয়া সম্ভব হয়নি। কয়েকজন সৌভাগ্যবান মানুষই শিবশম্ভুর দুয়ারে পৌঁছতে পারেন। তবে এবার বসিরহাটের নবারুণ সংঘের প্যান্ডালটি হুবহু মন্দিরের আদলে বানানো হয়েছে। কেদারনাথ যাওয়ার সাধ থাকলেও যেতে পারছেন না? এক টুকরো কেদারনাথের ছোঁয়া পেতে চলে আসুন বসিরহাটের নবারুণ সংঘের পুজোয়। পুজো মন্ডপ সহ মোট উচ্চতা প্রায় ৪০ ফুট। একইভাবে প্যান্ডেলের ভিতরে উত্তরাখন্ডের পাহাড়ের উপর শীতলতার ছোঁয়ায় এসির ব্যবহারও করা হয়েছে। সব মিলিয়ে এবার শারদীয় উৎসবে বসিরহাটে এক টুকরো কেদারনাথে মেতেছেন শহরবাসী।
advertisement
advertisement
জুলফিকার মোল্যা
Location :
Kolkata,West Bengal
First Published :
October 21, 2023 4:04 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Durga Puja 2023: দুর্গাপুজোর থিমে কেদারনাথ মন্দির, হিমশিতল মণ্ডপে বিরাট চমক