North 24 Parganas News: করোনার সময় তৈরি হয়েছে কালী মূর্তি, এবার যাবে মণ্ডপে মণ্ডপে

Last Updated:

হাতে আর বাকি মাত্র কটা দিন, তারপরই আলোর উৎসবে সেজে উঠবে গোটা রাজ্য। তারই প্রস্তুতি চলছে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি অশোকনগর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাকপুল এলাকায়, তাই এই শিল্পালয়ে দেখা গেল চরম ব্যস্ততা।

+
Representative

Representative Image

#উত্তর ২৪ পরগনা: গত দু বছরের করোনা পরবর্তী পরিস্থিতি কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। পাশাপাশি উৎসবকে সামনে রেখে হাসি ফুটছে মুখ থুবড়ে পরা শিল্পীদের মুখেও। করোনার সময় তৈরি করা কালী ঠাকুরের মূর্তি এ বছর পুনরায় স্থান পাবে মণ্ডপে। আর তাই চলছে মাটির প্রলেপ দিয়ে দেবী মূর্তিকে সাজিয়ে তোলার কাজ। গত কয়েক বছরের তুলনায় এ বছর অনেকটাই বেড়েছে প্রতিমার অর্ডারের সংখ্যা। পেটের টানে যেসব শিল্পীরা প্রতিমা গড়ার কাজ ছেড়ে অন্য পেশায় গিয়েছিলেন তারাও এখন ফিরে আসছেন এই শিল্পে।
আরও পড়ুন Birbhum News : একেই বলে রাখে হরি মারে কে! ট্রেন থেকে ফেলা দেওয়া যুবকের প্রাণ বেঁচে গেল যে ভাবে...
হাতে আর বাকি মাত্র কটা দিন, তারপরই আলোর উৎসবে সেজে উঠবে গোটা রাজ্য। তারই প্রস্তুতি চলছে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি অশোকনগর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাকপুল এলাকায়, তাই এই শিল্পালয়ে দেখা গেল চরম ব্যস্ততা। প্রায় একশোটির ওপর ছোট বড় মিলে ঠাকুর তৈরি করা হচ্ছে এখানে। বড় ক্লাবগুলির পাশাপাশি বহু ছোট বড় পুজো হয় জেলার নানা প্রান্তে। সেইসব পুজো গুলির অর্ডারের ঠাকুর তৈরি হচ্ছে এই শিল্পালয়। রাত জেগে কাজ করছেন শিল্পীরা। মাটির প্রলেপ লাগিয়ে, কোথায় আবার প্রতিমার আঙুল তৈরি করে চলছে কাজ।
advertisement
আরও পড়ুন Crime News: সাক্ষাৎ ২২ শে শ্রাবণ সিনেমা! প্রাক্তন পুলিশ কর্মীই ২ ব্যবসায়ী অপহরণের হোতা, ২৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি
এরপরই রংয়ের প্রলেপ পড়বে প্রতিমার গায়ে। বাজারেও বিক্রির জন্য চলে যাবে করোনার সময় থেকে পড়ে থাকা কালী মূর্তিগুলি। গত দু’বছরের লোকশানের পরিমাণ কাটিয়ে, তাই এ বছর অনেকটাই লাভের টাকা ঘরে তুলতে পারবেন মৃৎশিল্পীরা। ইতিমধ্যেই সাজতে শুরু করেছে চারদিক৷ অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। তাই জোর কদমে চলছে কাজ।
advertisement
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: করোনার সময় তৈরি হয়েছে কালী মূর্তি, এবার যাবে মণ্ডপে মণ্ডপে
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement