হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
ভাটপাড়ায় বন্ধ হল জুটমিল, কর্মহীন হলেন প্রায় পাঁচ হাজার শ্রমিক, প্রতিবাদে বিক্ষোভের পথ বাছলেন

North 24 Parganas News- সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ, কর্মহীন হলেন প্রায় পাঁচ হাজার শ্রমিক, প্রতিবাদে বিক্ষোভের পথ বেছে নিলেন শ্রমিকরা 

X
কর্মহীন [object Object]

ভাটপাড়ায় বন্ধ হল জুটমিল, কর্মহীন হলেন প্রায় পাঁচ হাজার শ্রমিক, প্রতিবাদে বিক্ষোভের পথ বাছলেন শ্রমিকরা 

  • Share this:

#উত্তর ২৪ পরগনা: ভাটপাড়ায় জুট মিল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কাঁকিনাড়া রেললাইন অবরোধ শ্রমিকদের। কারখানা কর্তৃপক্ষ সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ জারি করতেই কর্মহীন হয়ে পড়লেন প্রায় পাঁচ হাজার শ্রমিক। ফলে এরই প্রতিবাদে এদিন রেললাইন অবরোধ করেন শ্রমিকরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে লাঠি নিয়ে তাড়া করতে দেখা যায় পুলিশকে। অবরোধের ফলে হয়রানির শিকার হন নিত্যযাত্রীরা।

Published by:Samarpita Banerjee
First published:

Tags: Kakinara, North 24 Pargana news